জেলা শাষকের বৈঠকে হাজির হলো না বিশ্বভারতী কতৃপক্ষ

জেলা শাষকের বৈঠকে হাজির হলো না বিশ্বভারতী কতৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা, বোলপুর# জেলা শাষকের বৈঠকে হাজির হলো না বিশ্বভারতী। যার ফলে রাজ্য সরকারের সঙ্গে বিশ্বভারতীর যে সংঘাতের সম্পর্ক শুরু হলো সেটাই মনে করছেন অনেকে। আজ জেলা শাষকের ডাকা বৈঠকে উপস্হিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং, বোলপুরের সাংসদ অসিত মাল, শান্তুিনিকেতনের আশ্রমিক সহ ব্যাবসায়ী সমিতির প্রতিনিধি ও বোলপুর শান্তিনিকেতনের বিশিষ্ট সমাজকর্মীরা। বিশ্বভারতীর উদোগে শান্তিনিকেতনের ভূবনডাঙ্গা মেলার মাঠে প্রাচীর দেওয়া নিয়ে যে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে অর্নিদিষ্ট কালের জন্য বন্ধ রাখা হয়েছে তার একটা সমাধানের রাস্তা বেড় করতে রাজ্য সরকারের নির্দেশে বীরভূমের জেলা শাষক মৌমিতা গোদরা বসু বিশ্বভারতী সহ সব পক্ষকে নিয়ে একটা বৈঠক ডেকেছিলেন বোলপুর মহকুমা শাষকের কার্যালয়ে।

সেখানে ভূবনডাঙ্গা মাঠের প্রাচীর দেওয়া নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধান করার উদ্দেশ্যে এই মিটিংয়ের ব্যাবস্হা করা হলেও বিশ্বভারতীর পক্ষে কেউ আসেন নি। সোমবার যখন বিশ্বভারতীর উপর হামলা হয় তখন পুলিশকে ঘটনাস্হলে দেখা যায় নি বলে অভিযোগ। রাজ্যপাল জগদীশ ধনখড় ট্যুইট করে জানান, বিশ্বভারতীর উপাচার্যের ফোন ধরেন নি জেলা পুলিশ সুপার, জেলা শাষক। রাজ্যপাল ঘটনার উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন রাজ্যপাল জগদীশ ধনখড়। তারপরই রাজ্যের তরফে সমস্যা মেটানোর জন্য বীরভূমের জেলা শাষককে আলোচনার টেবিলে বসার জন্য বলা হয়। জেলা প্রশাসন সব পক্ষকেই ডাকে। কিন্তু প্রথম থেকেই বিশ্বভারতীর উপাচার্য প্রাচীর দেওয়ার বিষয়ে স্হানীয় পৌরসভা, প্রশাসন, পুলিশ, আশ্রমিক বা প্রাক্তনী কারোর সঙ্গেই আলোচনা করার প্রয়োজন যেমন মনে করে নি তেমনি আজও তারা জেলা প্রশাসন বা রাজ্য সরকারের সঙ্গেও তারা আলোচনায় না বসাই তাদের একতরফা মনোভাবই প্রকাশ পেয়েছে বলে মনে করছেন অনেকেই।

প্রায় তিন ঘন্টা আলোচনা শেষে জেলাশাষক মৌমিতা গোদরা বসু বলেন, আশ্রমিক, ব্যাবসায়ী যারা এসেছিলেন তারা তাদের মতামত দিয়েছেন। সেটা নোট করা হয়েছে। এখানে কংক্রীটের কিছু হোক তা তারা চাইছেন না। বৃক্ষরোপন করারও প্রস্তাব এসেছে। কিন্তু যাদের নিয়ে সমস্যা সেই বিশ্বভারতীর কেউ তো আসে নি?  জেলা শাষক বলেন, তারা আসেন নি। কিন্তু যারা ছিলেন তারাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।  তাদের মতামতও যথেষ্ট গুরুত্বপূর্ণ।  অনেকদিন পর এরকম একটা আলোচনা হলো। বিশ্বভারতীর কেউ না এলেও যারা এসেছিলেন তাদের ভিউটা জানা গেলো।