বাজেট সেগমেন্টে নতুন ফোন ভিভো-র! 14 হাজার টাকার নিচে 50MP ক্যামেরা, 6GB র‍্যাম

বাজেট সেগমেন্টে নতুন ফোন ভিভো-র! 14 হাজার টাকার নিচে 50MP ক্যামেরা, 6GB র‍্যাম

সামনেই আসছে একাধিক উত্‍সব। দুর্গাপুজোর পর শুরু হয়ে যাবে কালীপূজা, দীপাবলি, তারপরই জগদ্ধাত্রী পুজো। এই সময় বন্ধু-প্রিয়জনদের সাথে স্মরণীয় মুহুর্ত ফ্রেমবন্দি করে রাখার জন্য ভালো ক্যামেরা যুক্ত স্মার্টফোনের প্রয়োজন হয়। ঠিক তেমনই ফিচার্স সহ নতুন ফোন বাজারে নিয়ে এলো ভিভো (Vivo)।

এদিন ভারতীয় বাজারে লঞ্চ হল Vivo Y22। উচ্চ
র‍্যাম ও ৫০ মেগাপিক্সেল সুপার নাইট মোড সহ একগুচ্ছ ফিচার রয়েছে এই হ্যান্ডসেটে।

Vivo Y22 এর দাম এবং কোথায় পাওয়া যাবে?

এটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে - একটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যার দাম ১৪,৪৯৯ টাকা। আরেকটি ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। গ্রাহকরা SBI, Kotak Mahindra, এবং One Card ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। সবমিলিয়ে ১৩,৪৯৯ টাকায় পেয়ে যেতে পারেন এই স্মার্টফোনটি । এটি অর্ডার করতে পারবেন আপাতত ভিভো-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্মার্টফোনটি পাওয়া যাবে মেটাভার্স গ্রিন এবং স্টারলাইট ব্লু রঙে।

Vivo Y22 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে রয়েছে ৬.৫৫ ইঞ্চি এইচডি+ ৭২০×১৬১২ পিক্সেল রেজোলিউশন। এটির পিক ব্রাইটনেস ৫৩০ নিট এবং ৮৯.৬৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেসিও। এই স্মার্টফোনে রয়েছে MediaTek Helio G70 প্রসেসর যা ৬ জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করে। অনবোর্ড স্টোরেজ ১২৯ জিবি পর্যন্ত হলেও মাইক্রো এসডি কার্ড দ্বারা ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম মিলবে অ্যান্ড্রয়েড ১২।

এই স্মার্টফোনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ রয়েছে। ফ্রন্টে মিলবে একটি f/২.০ অ্যাপারচার লেন্স সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনে রয়েছে একটি f/১.৮ অ্যাপারচার লেন্স সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি f/২.4 অ্যাপারচার লেন্স সহ ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর।

কানেক্টিভিটির ক্ষেত্রে উপস্থিত ৪জি, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ v৫.০, জিপিএস, এনএফসি, এফএম রেডিও এবং ওটিজি সাপোর্ট। এটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি মজুত রয়েছে এবং ৫,০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। স্মার্টফোনটির সামগ্রিক ওজন ১৯০ গ্রাম।