পুজোর আগে চটজলতি মেদ ঝড়াতে চাইছেন? রোজ দারচিনির জল পান করুন

পুজোর আগে চটজলতি মেদ ঝড়াতে চাইছেন? রোজ দারচিনির জল পান করুন

জন কমানোয় দারচিনির জুড়ি মেলা ভার। তাই পুজোর মুখে চটজলদি ওজন কমাতে দিনে অন্তত দু-বার করে খান দারচিনির জল। দারচিনি, আদা, লেবু দিয়ে জল ফুটিয়ে নিন। এরপর এটি চায়ের মতো পান করুন। ফলাফল পাবেন হাতেনাতে।

দারচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি ব়্যাডিকেল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।

দারচিনিতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। গবেষণায় দেখা যায় যে, এই মশলা এবং এর অ্যান্টিঅক্সিডেন্টগুলোর শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। আর এ কারণে এটি আপনার শরীরকে সংক্রমণের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

টিস্যুর ক্ষতি মেরামত করতেও সহায়তা করতে অনেক কার্যকরী এই দারচিনি।

হৃদরোগের ঝুঁকি কমাতেও অনেক উপকারী এই দারচিনি। এটি খারাপ এলডিএল কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় এবং ভাল এইচডিএল কোলেস্টেরলকে স্থিতিশীল রাখে।

একাধিক গবেষণায় দেখা গেছে যে, দারচিনি রক্তচাপ কমাতেও অনেক কার্যকরী।

দারচিনির অ্যান্টি-ডায়াবেটিক প্রভাব রয়েছে এবং এটি রক্তে শর্করার মাত্রা ১০ থেকে ২৯৮ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে।

মস্তিষ্কের কোষগুলোর গঠন বা কার্যকারিতার প্রগতিশীল ক্ষতি থেকে রক্ষা করে এটি। পাশাপাশি এই সমস্যা থেকে সৃষ্ট রোগ আল্জ্হেইমার ও পারকিনসন থেকে বাঁচাতে সহায়ক দারচিনি।

ঠান্ডায় গলাব্যথা বা খুশখুশে কাশিতে এককাপ গরম জলে দারচিনি, মধু মিশিয়ে সারা দিনে বেশ কয়েকবার খেলে গলায় আরাম পাওয়া যায় ও খুশখুশে কাশি কমে যায়।