রাতভোর এ কী করছেন পার্থ চট্টোপাধ্যায়! হেফাজতে নিয়েও অবাক সিবিআই অফিসাররা

রাতভোর এ কী করছেন পার্থ চট্টোপাধ্যায়! হেফাজতে নিয়েও অবাক সিবিআই অফিসাররা

বারবার জামিন চেয়েও মেলেনি। চোখের জল ফেললেও আদালত কান দেয়নি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জিতে। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আদালতে পার্থ ও কল্যাণময়কে মাথা নীচু করে কথা বলতেও দেখা গিয়েছে।

দুজনেই এখন সিবিআই হেফাজতে। কিন্তু রাতে ঠিকঠাক ঘুমোতেই পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। যদিও তাঁর পাশের ঘরেই আছেন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, সারারাত ঘুমোতে পারছেন না পার্থ। এই পরিস্থিতিতে আজ নিজাম প্যালেসেই স্বাস্থ্য পরীক্ষা হবে পার্থ ও কল্যাণময়ের।

এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় তিন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এস পি সিনহা। সিবিআই সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, তাতে পার্থর কী ভূমিকা ছিল, তা বিশদে জানতে চাওয়া হবে পার্থর কাছে। কিন্তু সিবিআই-এর অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ।

'প্রকৃত রহস্য সামনে আসবে', টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ নিয়ে অমিত শাহের দ্বারস্থ শুভেন্দু!

পার্থর দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কমিটি গঠনের ফাইলে সই করেছিলেন মাত্র। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন, তিনি না জানলে, কারা জানত। সূত্রের খবর, টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়। সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও।

'আশা'য় আশা রাখছে বঙ্গ বিজেপি, প্রথম বঙ্গ সফরেই মাস্টারস্ট্রোক দিতে চান নতুন নেত্রী

সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআইয়ের গেস্ট রুমে রাখা হয়েছে পার্থ এবং কল্যাণময়কে। পাশাপাশি দুটি ঘরে রয়েছেন দুই অভিযুক্ত। সূত্রের খবর, রাতে ঘুমোতে পারছেন না পার্থ। পাশের ঘরে কল্যাণময় থাকলেও সেখানে যাওয়ার উপায় নেই। কারণ কড়া প্রহরা। কল্যাণময়ের ঘুম হয়েছে ঠিকঠাক। তবে তিনি পার্থের কাছে আসতে পারেননি। শনিবার ভোরবেলায় ঘুম আসে পার্থের। তাই ঘুম ভাঙতেও দেরি হয়েছে। রাতভর পায়চারি করছেন তিনি, কখনও জল খাচ্ছেন, কখনও মাথা নীচু করে বসে থাকছেন। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।