মহালয়া এলেই হঠাত্‍ করে বেড়ে যায় রেডিওর কদর!

মহালয়া এলেই হঠাত্‍ করে বেড়ে যায় রেডিওর কদর!

আধুনিক গণমাধ্যম গুলোর মধ্যে রেডিওর প্রচলন কম থাকলেও এখন বাড়ছে তার কদর। সামনেই মহলয়া। তাই রেডিওর কদর আজ ও কমেনি। চলছে পুরনো রেডিও সারাইএর কাজ। জলপাইগুড়ির পুরনো রেডিও সারাইয়ের দোকান গুলোতে বাড়ছে ভিড়। যদিও এইবার কিছুটা হলেও বেড়েছে রেডিওর দাম।

বেতার তরঙ্গ বা রেডিওতরঙ্গ এক রকমেরতড়িত্‍ চৌম্বকীয় বিকিরণ। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষার মাধ্যমও বটে।1894সনে ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো বেতার নিয়ে কাজ শুরু করেন। আর হাতে সামান্য দুইদিন তারপর ই মহলয়া। দুর্গা মা আসছেন।মহালয়ার দিন বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহলয়া ওষূর বধ শুনতেই রেডি দরকার। তাই বিশেষ করে নতুন প্রজন্মকে এখানে না দেখা গেলো ও প্রবীন মানুষ রা রেডিও ঠিক করাতে ব্যস্ত ।