দেশে বেকারত্বের হারে কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ? অন্য রাজ্যগুলি কে কোথায়?

দেশে বেকারত্বের হারে কোথায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ? অন্য রাজ্যগুলি কে কোথায়?

দেশে করোনা অতিমারির সময়ে ওয়ার্ক ফ্রম হোমের ট্রেন্ড দেখা গিয়েছিল। সেই সময় ঘরে বসে অনেকে কাজ চালিয়ে গিয়েছেন। অন্যদিকে, লকডাউন জারি হওয়ার কারণে চাকরি খুইয়েছেন অনেকেই। সেই সময় ভারতে বেড়েছিল বেকারত্বের হার। সেই পরিস্থিতি থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে গোটা দেশ। তবে এই বছরের প্রথমদিকে ক্ষতি কিছুটা পূরণ করতে পারলেও গত মাসে দেশে বেড়েছে বেকারত্বের হার।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) এর তথ্য অনুসারে, ভারতে বেকারত্বের হার অগস্টে এক বছরে সর্বোচ্চ হয়েছে। বেকারত্ব ৮.৩ শতাংশে পৌঁছেছে। যদিও এই মাসে গ্রামীণ এবং শহুরে বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই মাসে বেকারত্ব অনেকখানি বাড়ার ফলে সামগ্রিক বেকারত্ব অনেকটা বৃদ্ধি পেয়েছে। শহুরে বেকারত্ব অগস্টে ৯.৫৭ শতাংশ ছুঁয়েছে। আগের মাসে যা ছিল ৮.২১ শতাংশ।

গ্রামীণ বেকারত্ব জুলাই মাসের ৬.১৪ শতাংশ থেকে বেড়ে ৭.৬৮ হয়েছে এই মাসে। এদিকে দেশে কর্মসংস্থানের পরিপ্রেক্ষিতে একটি বিপরীত দৃশ্য দেখা গিয়েছে সরকারি তথ্যে। বুধবার প্রকাশিত পিরিওডিক লেবার ফোর্স সার্ভে (পিএলএফএস) রিপোর্ট অনুসারে, বেকারত্বের হার গত বছরের জুন ত্রৈমাসিকের ১২.৬ শতাংশ থেকে এই বছরের একই সময়ে ৭.৬ শতাংশে নেমে এসেছে।

রিপোর্টে দেখানো হয়েছে, “যদিও গত ত্রৈমাসিকে পুরুষদের বেকারত্ব ছিল ৭.৭ শতাংশ। তা থেকে ৭.১ শতাংশে নেমে এসেছে। আর গত ত্রৈমাসিকে মহিলাদের বেকারত্ব ১০.১ শতাংশ। তা থেকে কমে হয়েছে ৯.৫ শতাংশ।” তবে CMIE রিপোর্ট অনুযায়ী,এই বছরের জুন ত্রৈমাসিকে বেকারত্বের হার ৭ শতাংশের উপরে গিয়েছে। অগস্টেও তা অব্যাহত রয়েছে। এদিকে CMIE-র এমডি এবং সিইও মহেশ বেইস উল্লেখ করেছেন যুবকের জন্য কর্মসংস্থানের অবস্থা অনুকূল নয়। তিনি বলেছেন, ‘১৫ থেকে ২৪ বছর বয়সীরা তুলনামূলকভাবে শ্রমে কম অংশগ্রহণ করেছে। ২০১৬-১৭ এবং ২০২১-২২ এর মধ্যে গড় ছিল ৪২.৬ শতাংশ সেখানে যুবকদের জন্য LPR ছিল ২২.৭ শতাংশ। যা আদতে অনেক কম। যদিও, তরুণরা অনেক বেশি বেকারত্বের হারের মুখোমুখি এখন। যেখানে সামগ্রিক বেকারত্বের হার গড়ে ৭ শতাংশ সেখানে যুবকদের বেকারত্বের হার ৩৪ শতাংশের বেশি।’

রাজ্যগুলির পরিপ্রেক্ষিতে অগস্ট মাসে একদম সামনের সারিতে রয়েছে হরিয়ানা। সর্বোচ্চ বেকারত্বের হার হরিয়ানায় ৩৭.৩%, জম্মু ও কাশ্মীরে ৩২.৮%, রাজস্থানে ৩১.৪%, ঝাড়খণ্ডে ১৭.৩% এবং ত্রিপুরায় ১৬.৩.3% ছিল। সিএমআইই-এর তথ্য অনুযায়ী, সর্বনিম্ন বেকারত্বের হার ছত্তিশগড়ে ০.৪%, মেঘালয়ে ২%, মহারাষ্ট্রে ২.২% এবং গুজরাট ও ওড়িশায় ২.৬% দেখা গেছে। আর পশ্চিমবঙ্গে বেকারত্বের হার রয়েছে ৭.৪ শতাংশ। আর যোগী রাজ্যে বেকারত্বের হার সর্বনিম্ন না হলেও অনেকটাই কম রয়েছে। বাংলাকে পিছনে ফেলে সেখানে বেকারত্বের হার কমাতে সক্ষম হয়েছে উত্তর প্রদেশ। সেখানে বেকারত্বের হার ৩.৯ শতাংশ।