ঘূর্ণাবর্ত ঠিক কোথায়? ষষ্ঠীর সকালে জানুন আবহাওয়ার আপডেট

ঘূর্ণাবর্ত ঠিক কোথায়? ষষ্ঠীর সকালে জানুন আবহাওয়ার আপডেট

বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তাকে ঘিরেই আপাতত আশঙ্কায় আছে বাঙালি। এই বুঝি বৃষ্টি নামল! আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস।

এবার মৌসম ভবনের তরফে জানানো হল, ওই ঘূর্ণাবর্তের জেরে শুধু পশ্চিমবঙ্গ নয়, ওডিশা, অন্ধ্র প্রদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে পূর্ব ভারতের একাধিক রাজ্যে। উপকূলবর্তী রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। তার জেরে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের উপকূলে হবে বৃষ্টি।