বাবল র‌্যাপ দেখলেই ফাটাতে ইচ্ছে করে কেন?

বাবল র‌্যাপ দেখলেই ফাটাতে ইচ্ছে করে কেন?

আমরা এখন অনলাইনে বাজার করতে বেশ অভ্যস্ত। অনলাইনে কোনো জিনিস অর্ডার করলে খুব সুন্দর করে বাবল র‌্যাপ দিয়ে মোড়ানো থাকে। পণ্য হাতে পেলেই আমরা বসে যাই বাবল র‌্যাপ ফাটাতে। আবার দোকান থেকে নতুন কোনো জিনিস কিনে আনলেন। পরে প্যাকেটটা খুলতেই দেখলেন মোড়ানো রয়েছে বাবল র‌্যাপ।

যতক্ষণ না বাবল র‌্যাপ ফাটাচ্ছেন ততক্ষণ যেন মনে শান্তি আসে না। সকল বয়সের মানুষই এ কাজ করে থাকেন।

বাবল র‌্যাপ দেখলেই ফাটাতে ইচ্ছে করার কারণ

বাবল র‌্যাপের প্রতি এই অদ্ভুত এ আকর্ষণকে কেন্দ্র করেই কয়েক জন বিজ্ঞানী গবেষণা চালিয়েছেন। গবেষণা বলছে, হাতের সামনে স্পঞ্জের মতো নরম জিনিস এলেই হাত সেগুলোকে ধরতে পছন্দ করে মানুষ। গবেষণার ভাষায় একে হাতের 'প্যানিক' বলা হয়। অর এই 'প্যানিক' এতটাই বেশি হয়, এই অবস্থায় হাতকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। কাজেই বুদবুদগুলি ফাটানোর ইচ্ছা সামলানো সম্ভব হয় না।

বাবল র‌্যাপ ফাটানোর উপকারিতা

মজার ছলে আমরা সকলেই বাবল র‌্যাপ ফাটিয়ে থাকি। কিন্তু গবেষণা বলছে বাবল র‌্যাপ ফাটালে ভালো থাকবে মানসিক স্বাস্থ্য। যেকোনো ধরনের মানসিক চাপ সহজেই কমাতে পারে এই অভ্যাস।

এদিকে গবেষণা বলছে মাত্র এক মিনিট এই বুদবুদ ফাটালে প্রায় ৩৩ শতাংশ মানসিক চাপ কমে যায়। বিজ্ঞানীদের দাবি, যারা বেশি বাবল র‌্যাপ ফাটাতে পছন্দ করেন, তারা অনেক বেশি কাজ করতে পারেন। এমনকি মনোযোগের অভাব দেখা দিলে একটানা বেশ কিছুসময় ধরে বাবল র‌্যাপ ফাটালেই উপকার পাওয়া যাবে।