শুধু ছবি পরিচালনা নয় বহু অভিনেতার মাথার ছাদ হয়ে ছিলেন যশ চোপড়া

শুধু ছবি পরিচালনা নয় বহু অভিনেতার মাথার ছাদ হয়ে ছিলেন যশ চোপড়া

আজ ২৭ সেপ্টেম্বর। আজ বলিউডের কিংবদন্তী পরিচালক এবং প্রযোজক যশ চোপড়ার ৯০ তম জন্ম বার্ষিকী। ভারতীয় সিনেমায় তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। 'কভি কভি', 'সিলসিলা', 'চাঁদনি', 'লমহে', 'দিল তো পাগল হ্যায়'-র মতো একাধিক জনপ্রিয় এবং হিট ছবি তৈরির পিছনে তাঁর অবদান দর্শকরা ভুলতে পারবেন না কোনওদিন।

বলাই বাহুল্য হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একেবারে বদলে দিয়েছিলেন তিনি। বহু শিল্পীর কেরিয়ার তৈরি করে দিয়েছিলেন। ব্যতিক্রম নন অমিতাভ বচ্চনও।

সেই যশ চোপড়ার জন্ম ১৯৩২ সালে ২৭ অগাস্ট লাহোরে। জীবনে প্রাথমিক শিক্ষালাভের পর সহকারী পরিচালক হিসেবে আই এস জোহর এবং বি আর চোপড়ার সাথে কাজ শুরু করেন যশ। ১৯৫৯ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি 'ধুল কা ফুল'। পরবর্তীকালে 'ওয়াক্ত', 'ইত্তেফাক', 'দিওয়ার', 'কালা পাথর', 'সিলসিলা', 'চাঁদনি', 'ডর', 'দিল তো পাগল হ্যায়', 'বীর-জারা' ছাড়াও মোট ২২টি ছবি পরিচালনা করেন তিনি।

যশ রাজ পরিচালিত সর্বশেষ ছবি 'যাব তাক হ্যায় জান'। এই ছবি শুরুর আগেই ঘোষণা করেছিলেন এটাই নাকি তাঁর শেষ ছবি। আর সেটাই হলো। ২০১২ সালে ছবিটি নির্মাণ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ১২ অগাস্ট মৃত্যুবরণ করেন পরিচালক।জীবনে পরিচালক হিসেবে ৫ বারের বেশি সময় পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। প্রযোজক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ৪ বার। এছাড়াও ২০০৬,৭ এবং ৮ সালে পেয়েছেন বিশেষ পুরস্কার। অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রযোজক হিসেবে একাধিকবার পুরস্কৃত হয়েছেন।

উল্লেখ্য, একসময় বিগ বি তথা অমিতাভ বচ্চনের মাথার ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন পরিচালক। ২০১৬-এর এক সাক্ষাত্‍কারে অমিতাভ বলেছিলেন, 'একসময় প্রচুর আর্থিক ক্ষতি হয় আমার। ঠাণ্ডা মাথায় বসে ভেবেছিলাম, তা হলে কী করব এখন? নিজের কাছে আমার উত্তর ছিল, আমি একজন অভিনেতা। অভিনয়ে ফিরে যাওয়া উচিত। আমি সেটাই করেছিলাম। যশজির কাছে গিয়ে বলেছিলাম, আমার হাতে কোনও কাজ নেই। আমি কাজ চাই।'

সে সময় যশ চোপড়ার কাছে গিয়ে অকপটে নিজের দুরবস্থার কথা বলেছিলেন অমিতাভ। তাঁর কোনও ছবি হিট করছে না, ব্যবসাও ডুবেছে। তাঁকে সে সময় কেউ নাকি কাজ দিচ্ছিলেন না। অথছ যশ চোপড়া সে দিন অমিতাভকে ফেরাননি। যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার পরিচালনায় 'মহব্বতে' ছবিতে অমিতাভকে কাস্ট করেছিলেন যশ। শুধু অমিতাভ নন, আগেই বলা বহু অভিনেতার ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন যশ চোপড়া। আক্ষরিক অর্থেই বলিউডে তিনি একটি প্রতিষ্ঠানের নাম।