'আপনিও চটিচাটা!', কার্নিভালে মমতার থেকে চকোলেট পেয়ে 'গদগদ' স্বস্তিকা দিলেন ছবি

দুর্গা পুজো শেষ হয়ে গিয়েও যেন তার রেশ কাটছে না। আসলে গত কয়েকবছর ধরেই দুর্গাপুজো তখনই শেষ হয়, যখন শহরে হয় কার্নিভাল। নয়তো দশমীর পরেও বড়বড় মণ্ডপে থেকে যায় ঠাকুর দেখার হিরিক। ইউনেসকোর স্বীকৃতি মেলার পর এবার কার্নিভাল ঘিরে বাড়তি উন্মাদনা ছিল চোখে পড়বার মতো।
হাজির ছিলেন ছোট ও বড় পরদার বহু তারকা। জুন মালিয়া, অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী থেকে সায়ন্তিকা, তৃণা, ভাস্বর, সুভদ্রা,মরিজওয়ান রব্বানি শেখ, ঋত্বিকা সেন, ভরত কল, সৌমিতৃষা কুণ্ডু, অঙ্কুশ-ঐন্দ্রিলারা। এদের মধ্যে জ্বলজ্বল করছিল আরও একটা মুখ, যাকে এই প্রথম দেখা গেল কার্নিভালে। আর তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা নিজেও এদিনের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। সঙ্গে ক্যাপশনে পরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী 'প্রিয় দিদি'র প্রশংসা। অভিনেত্রী লিখেছেন, 'অমনেক বছর পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল গতকাল কার্নিভালে। কী দারুণ একটা ইভেন্টের আয়োজন করেছিলেন তিনি। খুব ভালো কাজ করেছে কলকাতা পুলিশও। আমি সবসময়ই প্রশংসা করে এসেছি দিদির লড়াকু ক্ষমতা আর মনোবলের। ওঁকে শুভবিজয়ার শুভেচ্ছা জানিয়ে চকোলেট উপহার পেলাম (হার্ট ইন আই ইমোজি)। ধন্যবাদ রাজ ছবিগুলি তুলে দেওয়ার জন্য, এগুলো ভীষণ মিষ্টি। দক্ষিণপাড়ার পুজোউত্সব কমিটির সঙ্গে ওখানে থাকাটা খুব মজাদার হল। আসছে বছর আবার হবে।'
তবে স্বস্তিকার এই পোস্টের কমেন্ট সেকশন ভরে গিয়েছে কটাক্ষতে। একজন লিখলেন, 'আপনিও চটিচাটা না হয়ে পারলেন না। সেই তেল মারতেই হল।' অপরজনের মন্তব্য, 'আমি ভাবতাম অন্তত আপনার মধ্যে সাহস আছে সত্যিটা বলার, প্রতিবাদ করার। কিন্তু দেখছি আমার ভুল ধারণা ছিল সেটা। আপনারও অন্য তাররকাদের মতোই শিরদারাতে কোনও জোর নেই।'
স্বস্তিকাকে নিয়ে ট্রোলিং।কাজের সূত্রে স্বস্তিকাকে শেষ দেখা গিয়েছে শ্রীমতী ছবিতে। এরপর পরিচালক অভিজিত্ দাসের ছবিতে তাঁকে দেখা যাবে মীরের সঙ্গে। নাম 'বিজয়ার পরে'।