বিশ্বভারতীর ঘটনার তদন্তে শান্তিনিকেতনে পৌছালো ইডির ৩ সদস্যের প্রতিনিধি দল

বিশ্বভারতীর ঘটনার তদন্তে শান্তিনিকেতনে পৌছালো ইডির ৩ সদস্যের প্রতিনিধি দল

নিজস্ব সংবাদদাতা, বোলপুর# শান্তিনিকেতনে এসে পৌছালে ইডি ( এনফোর্সমেন্ট ডিরেকটরেট ) এর ৩ সদস্যদের প্রতিনিধি দল। বৃহষ্পতিবার তারা এসে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। গত ১৭ অগাষ্ট বিশ্বভারতীর উদ্যোগে ভূবনডাঙ্গা মেলার মাঠে প্রাচীর দেবার কাজে বাধা দেওয়া, পৌষ মেলার অতি পুরাতন ঐতিহ্যবাহী গেট ভেঙে দেওয়া সহ মেলার মাঠে প্রাচীর দেবার জন্য অস্হায়ী ক্যাম্প অফিস সবই ভেঙ্গে দেয় উত্তেজিত জনতা।

সে দিনের সেই ঘটনায় নাম জড়ায় শাষকদলের দুবরাজপুর কেন্দ্রের বিধায়ক বোলপুরের বাসিন্দা নরেশ বাউরী সহ বোলপুর পৌরসভার দুই বিদায়ী কাউন্সিলারের। যদিও সেদিন বোলপুর শান্তিনিকেতন সহ পাশ্ববর্তী গ্রামের বহু সাধারন মানুষ, সব রাজনৈতিক দলের সাধারন নেতা-কর্মী, ব্যবসায়ী থেকে বোলপুর শান্তিনিকেতনের সুশীল সমাজের বহু মানুষ গিয়েছিলেন। সেই ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তারও করে। কিন্তু পাঁচিল ভাঙ্গা বা পাঁচিল দেবার বিরুদ্ধে যে প্রতিবাদ - প্রতিরোধ হচ্ছে তাতে কোন আর্থিক বিষয় জড়িয়ে আছে কি না, সিন্ডিকেট বিষয়ক কোন বিবাদ রয়েছে কি না সে সব বিষয় খতিয়ে দেখবে কেন্দ্রীয় সরকারের আর্থিক বিষয়ক তদন্তকারী সংস্থা ইডি।

১৭ তারিখের ঘটনা ঘটার দিন দুৃয়েক পরই জানা যায় ইডি তদন্ত করবে। তারা বিশ্বভারতীর বেশ কিছু আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করবে। এদিকে ভূবনডাঙ্গা মেলার মাঠে  যে যে জায়গায় ভাঙচুর সহ প্রতিরোধ হয় সে সব জায়গাও খতিয়ে দেখে ইডি। এদিকে এই ঘটনায় সিবিআই তদন্তেরও আর্জি জানিয়ে রেখেছে বিশ্বভারতী কতৃপক্ষ।  ইডি আসার পর তদন্তে কি ওঠে আসে তা জানতেও উৎসুক বোলপুর শান্তিনিকেতনবাসী ।