কথা রাখলো বাংলাদেশ, পাঠালো ইলিশ উপহার

কথা রাখলো বাংলাদেশ, পাঠালো ইলিশ উপহার

সময় বাংলা# বাঙালির কাছে রুপালি শস্যের মান অনেক উঁচুতে। আবার সেই রুপালি শস্য পদ্মার হলে তো কথাই নেই তার মান আপনাআপনি অনেক উঁচু দরে উঠে যায়। বাঙালি মানেই ভোজন রসিক সে কথা কারোরই অজানা নয়। তবে কি এবারের পুজোর আগেই বাঙালির পাতে উঠতে চলেছে পদ্মার ইলিশ? 

হ্যাঁ এমনটাই হতে চলেছে। জানানো হয়েছিল আগেই সেই মতোই। বাংলাদেশ থেকে পুজোর উপহার হিসেবে বাংলায় ঢুকল পদ্মার ইলিশ। সোমবার সন্ধেতে প্রথম পর্যায়ে ১২ টন ইলিশ ঢুকল পেট্রাপোল বন্দর দিয়ে। সারা বছর পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গের বাঙালি। স্বাদে ও ওজনে দুটোই এপারের বাঙালিকে বরাবর টানে পদ্মার ইলিশ। স্বাদে ও ওজনে পদ্মার ইলিশকে টেক্কা দিতে পারে না কেউই। যতই পশ্চিমবঙ্গে ইলিশ চাষ করা হোক না কেন, পদ্মার ইলিশের কাছে সকলেই শিশু। আর সেই ইলিশ বাঙালি তাদের পাতে পেতে চাইবে না, এমনটা ভাবাই হাস্যকর।

প্রসঙ্গত,২০১২ সালে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির ওপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তবে এবার রাজ্যে ইলিশ রফতানির জন্য বিশেষ অনুমতি দিল হাসিনা সরকার। চারিটি মত উল্লেখযোগ্য। ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কে, এই পদক্ষেপে অনেকটাই সুপ্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।আগের বছর শেষ এসেছিল ইলিশ। দীর্ঘ এক বছর পর ইলিশ আসল বলে জানালেন আমদানিকারিরা। কাজেই পদ্মার ইলিশে সেই সাধ পূরণ হবে বলেই আশা ভোজন রসিক বাঙালির। পুজোয় পদ্মার ইলিশ ভোজনরসিক বাঙালির রসস্বাদন মেটানোর পরীক্ষায় সহজ ভাবেই উত্তীর্ণ হবে।