একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ? সাবধান হয়ে যান

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ? সাবধান হয়ে যান

আজ বাংলা# আপনার কী রয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলি ব্যবহার করেন না ? তাহলে শীঘ্রই সেগুলি বন্ধ করার ব্যবস্থা করুন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হয় মিনিমান ব্যালেন্স, না হলেই ব্যাঙ্ককে দিতে হয় পেনাল্টি চার্জ ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপনি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করলে তার সঙ্গে যুক্ত সমস্ত তথ্য ডিলিঙ্ক করতে হবে ৷ সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইনভেস্টমেন্ট, লোন, ট্রেডিং, ক্রেডিট কার্ড পেমেন্ট ও বিমার সঙ্গে যুক্ত পেমেন্ট লিঙ্ক থাকে ৷ দেখে নিন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবেন ৷

বর্তমান সময়ে একাধিক চাকরি বদল করে থাকে অনেকে ৷ সে ক্ষেত্রে সংস্থার সিলেক্ট করা ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুলতে হয় ৷ ফলে আগের সংস্থার তরফে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা আর ব্যবহার করা হয় না ৷ যে কোনও স্যালারি অ্যাকাউন্টে তিন মাস পর্যন্ত স্যালারি না এলে সেটি নিজে থেকেই সেভিংস অ্যাকাউন্ট হয়ে যায় ৷

সেভিংস অ্যাকাউন্ট হতেই একাধিক নিয়ম বদলে যায় ৷ নিয়ম অনুযায়ী, ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় ৷ ন্যূনতম ব্যালেন্স না থাকলে ব্যাঙ্ককে পেনাল্টি চার্জ দিতে হয় ৷ আপনার অ্যাকাউন্ট থেকেই ব্যাঙ্ক ওই টাকা কেটে নেয় ৷

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ইনকাম ট্যাক্স দেওয়ার সময় সমস্যায় পড়তে হয় ৷ আইটি রিটার্ন ফাইল করার সময় প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তথ্য দিতে হয় ৷

অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ডি-লিঙ্ক ফর্ম ফিলআপ করতে হবে ৷ ফর্মে অ্যাকাউন্ট বন্ধ করার কারণ জানাতে হবে ৷ জয়েন্ট অ্যাকাউন্ট হলে সব অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর লাগবে ৷ আপনাকে অন্য একটি অ্যাকাউন্টের তথ্য দিতে হবে যেখানে আপনার অ্যাকাউন্টে থাকা টাকা ট্রান্সফার করা হবে ৷ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাঙ্কের শাখায় আপনাকে নিজে যেতে হবে ৷

অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে বন্ধ করলে কোনও চার্জ দিতে হয় না ৷ ১৪ দিনের পর আর এক বছর হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করলে ব্যাঙ্ককে চার্জ দিতে হয় ৷ সাধারণত ১ বছরের বেশি পুরনো অ্যাকাউন্ট করলে কোনও চার্জ লাগে না ৷ আপনাকে ব্যবহার না করা চেকবুক ও ডেবিট কার্ড ক্লোজারের সময় জমা দিতে হবে ৷