তবে কি ফেসবুকের মাধ্যমে ফিরতে চলেছে টিকটক?

তবে কি ফেসবুকের মাধ্যমে ফিরতে চলেছে টিকটক?

সময় বাংলা# ভারতে ব্যান করা হয়েছে জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক। ভারত-চিন সংঘর্ষের জেরে বহু চিনা অ্যাপ-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এদিকে গুগল প্লে স্টোরে ঢুঁ মারলে দেখা মিলবে টিকটকের মতো বহু অ্যাপ-এর। এবার ফেসবুকেও টিকটকের মতো ফিচার আনা হয়েছে। এর আগে ইন্সটাগ্রামে রিলস নামের একটি ফিচার আনা হয়েছে। জানা গিয়েছে, ফেসবুকেও বানানো যাবে শর্ট ভিডিও।

তবে এটা এখনও অবধি পরীক্ষামূলকভাবে হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বাজারে আসবে এই ফিচার। কয়েক বছর আগেও ফেসবুকে ভিডিও আপলোড করা খুব চমকপ্রদ একটা বিষয় ছিল। এখন কিছুদিন পরপরই নতুন কিছু আসছে। ফেসবুক, ইন্সটাগ্রাম, স্ন্যাপচ্যাট এরকম বেশকিছু অ্যাপের পর গত কয়েক বছরের ধরে নতুন যে অ্যাপটি অনেকের আকর্ষণ কেড়েছে তা হল চীনের অ্যাপ টিকটক।