রিয়া চক্রবর্তীর সমর্থনে মিছিল ! রাজনীতির ময়দানে তুরুপের তাস ‘বাঙালি’ আবেগ

রিয়া চক্রবর্তীর সমর্থনে মিছিল ! রাজনীতির ময়দানে তুরুপের তাস ‘বাঙালি’ আবেগ

সময়বাংলা# সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কে কেন্দ্র করে রহস্য ক্রমশ জটিল হয়েছে।সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর তদন্ত করতে গিয়ে বার বার গোয়েন্দারা আঘাত হেনেছেন রিয়া চক্রবর্তীর ওপর।

রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে বারবার সম্মুখীন হতে হয়েছে সিবিআই জেরার।পরবর্তী সময় ঘটনার তদন্ত যতই এগিয়েছে ততই প্রকাশ্যে এসেছে নানা তথ্য। রিয়া চক্রবর্তীর সঙ্গে যোগ মেলে মাদক কাণ্ডেরও।তার পরেই তাকে গ্রেফতার করা হয়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনও তুঙ্গে তা অনেকেই মনে করছেন।

এবার এই ঘটনাকে কাজে লাগিয়েই ভোটবাজারে বাঙালির আবেগ স্পর্শ করতে চাইছে কংগ্রেস।সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। সেখানে সুশান্ত সিং রাজপুত এর ঘটনা কে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চাইছে বিজেপি।এমনটাই অভিযোগ বিরোধীদের।সে বিষয়কেই কাজে লাগিয়ে পাল্টা আক্রমণ কংগ্রেসের।

শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে প্রদেশ কংগ্রেস  বিধান ভবন থেকে প্রতিবাদ মিছিল করে ওয়েলিংটন মোড় পর্যন্ত।তাঁরা স্লোগান দেন,'বাংলার মহিলা রিয়া চক্রবর্তী কে অন্যায় ভাবে ফাঁসানো চলবে না'। 'বাংলার মেয়ে রিয়া কে রাজনীতির শিকার হতে দিচ্ছি না দেবো না', এই শ্লোগানগুলিকে সামনে রেখে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সমর্থনে রাজপথে পা মেলান কংগ্রেস কর্মী, সমর্থকেরা। মিছিলের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের বিধানসভায় চিফ হুইপ ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী, বিধায়ক অসিত মিত্র, রিজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, প্রীতম ঘোষ, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ প্রমুখ। মিছিলের সামনে যে ব্যানার ছিল, তাতে লেখা ছিল, “বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর উপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না।”

তবে রাজনৈতিক মহলের দাবি শুধু বিহার নির্বাচন নয় আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনেও তুরুপের তাস করতে চাইছে রিয়া চক্রবর্তীর সমর্থনে এই প্রতিবাদ।বিহারে সুশান্তের আবেগে ভেসে গেলেও রাজ্যে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী ভোটের বাজারে যে বেশ প্রভাব ফেলবে এমনটা মনে করছেন কংগ্রেস।এদিন মিছিলের এটাই স্পষ্ট।

অধীর চৌধুরী প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সংগঠন কে শক্ত পোক্ত করে তুলতে জোর কদমে আলোচনা চালাচ্ছে।শনিবার কংগ্রেসের বিধানসভার সদস্যদের সঙ্গে  ভার্চুয়াল মিটিংও করেন আগামীদিনের দলের রাজনৈতিক অবস্থান বিষয়কে কেন্দ্র করে।পাশাপাশি রাস্তায় নেমে যুদ্ধ শুরু করে দিলেন তারা।রিয়া চক্রবর্তীর সমর্থনের কর্মসূচির পাশাপাশি রাজ্যজুড়ে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করতে চলেছে কংগ্রেস।এর মধ্যে অন্যতম রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ভাগ না নিয়ে মানুষকে বঞ্চিত করার প্রতিবাদে জেলায় জেলায় প্রশাসনিক দফতরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি।আগামী ১৬ সেপ্টেম্বর রাজ্যব্যাপী কংগ্রেস এই কর্মসূচি গ্রহণ করছে।