৯৯.৬৯ % করোনা রিপোর্ট নেগেটিভ হোমিওপ্যাথি চিকিৎসায়

৯৯.৬৯ % করোনা রিপোর্ট নেগেটিভ হোমিওপ্যাথি চিকিৎসায়

সময় বাংলা# গোটা বিশ্বে করোনা ত্রাস! এখনও ভ্যাকসিন আসেনি বাজারে! তাই করোনা মোকাবিলায় বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর ভরসা করছে কেন্দ্রের AYUSH মন্ত্রক। মার্চ থেকেই কেন্দ্রের AYUSH মন্ত্রক ও সেন্ট্রাল কাউন্সিল অব হোমিওপ্যাথি (CCRH)-র যৌথ উদ্যোগে গুজরাত, কেরল, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যে হোমিওপ্যাথি ওষুধ Arsenicum Album-30-র পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছিল।

গুজরাতের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, করোনা রুখতে ম্যাজিকের মতো কাজ করছে Arsenicum Album-30! মিলছে দারুন ফল!২০ অগাস্ট WHO- এর সামনে একটি প্রেজেন্টেশনে গুজরাতের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মার্চ মাসে রাজ্যের ৬.৬ কোটি মানুষের মধ্যে প্রায় ৩ কোটি ৪৮ লক্ষ মানুষকে Arsenicum Album-30 দেওয়া হয়। কোয়ারেন্টাইনে থাকাকালীন যাঁরা এই হোমিওপ্যাথি ওষুধটি খেয়েছেন, তাঁদের ৯৯.৬৯ শতাংশের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

গুজরাতের স্বাস্থ্য দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি জয়ন্তী রবি জানান, '' যে ০.৩ শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাঁদেরও উপসর্গ খুব মৃদু ছিল।'' তিনি আরও জানান, মার্চ মাস থেকে এখনও পর্যন্ত রাজ্যের ৩.৪৮কোটি মানুষকে Arsenicum Album-30-র ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে রিপিট দোজ-ও রয়েছে। একবার ওষুধের কোর্স সম্পূর্ণ করলে দেড় থেকে ২ মাস ওষুধটি সক্রিয় থাকে।আহমেদাবাদের হোমিওপ্যাথি চিকিৎসক ও 'হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া'-র সদস্য শিবাঙ্গ স্বামীনারায়ণ জানান, কেন্দ্রের AYUSH মন্ত্রক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ওষুধটির সুপারিশ করেছে।

কিন্তু ওষুধটি খাওয়ার আগে একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। রোগ প্রতিরোধের ক্ষেত্রে ইমিউনিটিই একমাত্র শর্ত নয়। আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য, বয়স, পেশা, তাঁর উপসর্গ কতটা মারাত্মক, সবটাই খতিয়ে দেখতে হয়।কেন্দ্রের AYUSH মন্ত্রকের ডিরেক্টর ভাবনা পটেল জানান, করোনা রুখতে হোমিওপ্যাথি ওষুধArsenicum Album-30 কতটা কার্যকরী, তা পরীক্ষা করতে ভাবনগরের একটি বেসরকারি ক্লিনিকে ট্রায়াল চলছে। তবে, এখনও ফল স্পষ্ট নয়। আরও পরীক্ষা ও পর্যবেক্ষণ প্রয়োজন।