হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত সিপিআইএম নেতা আব্দুল গফফর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত সিপিআইএম নেতা আব্দুল গফফর

মহিউদ্দীন আহমেদ, সিউড়ী# রবিবার সকাল সাতটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বীরভূমের প্রবীন সিপিআইএম ও সিউড়ির শরদীশ রায় স্মৃতি সেবা সদনের অন্যতম পরিচালক কমরেড আব্দুল গফফর। এদিন সকাল বেলায় সেবা সদন যাবার সময় জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । আব্দুল গফফরের মরদেহ সিউড়ির পার্টির জেলা কার্য্যালয়ে নিয়ে আসা হয় সকাল ১০টায়। সেখানে বেলা ১১ টা পর্যন্ত তার মৃতদেহ রাখা হয়।

তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর  জন্য তাঁর মরদেহে মাল্যদান করা হয়। গফফর সাহেবের বাড়ী থেকে মিছিল করে পার্টি অফিসে নিয়ে আসা হয় মিছিল শুরু হবে ১০ টায়। আবদুল গফফর আজীবন সিপিআইএম পার্টির নেতৃতে ছিলেন। একবার বিধায়ক পদে সিউড়ী কেন্দ্রে প্রার্থীও হন। আজীবন এই মানুষটি সাদাসিদে জীবন কাটিতেন। কোন দিন পার্টির ক্ষমতা কাজে লাগিয়ে অমৎ কোন পথে পা বাড়ান নি। সিউড়ী শহর সহ রাজনৈতিক মহলে তার সততার নজরকে কুর্নিস জানায়। তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন। স্বাভাবিকভাবেই সাধারন মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখতেন। সিপিআইএমের এই নেতার হঠাৎ মৃত্যুতে সিউড়ী শহর সহ জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।