অপেক্ষার অবসান, ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল, খেলবে ISL

অপেক্ষার অবসান, ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল, খেলবে ISL

সময় বাংলা# ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক ও কর্তাদের অপেক্ষার অবসান, অবশেষে লাল-হলুদ শিবিরে এল ইনভেস্টর। নতুন ইনভেস্টর নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে এই মরসুমেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। সূত্রের খবর, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা শ্রী সিমেন্ট (Shree Cement) হতে চলেছে ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন ইনভেস্টর। এবার ইস্ট-মোহন লড়াইয়ে জমে যাবে আইএসএল (ISL)।

আইএসএলের (ISL) গ্যালারিতেও এবার জ্বলবে লাল-হলুদ মশাল। ইস্টবেঙ্গলের (East Bengal) আইএসএল (ISL) খেলা নিয়ে জট থাকায় ফুটবলপ্রেমীরা অনেকেই হতাশ হয়েছিলেন যে সেই ডার্বির লড়াই আর থাকবে না হয়তো, তবে ইসভেস্টর জট কেটে যাওয়ায় সেই ডার্বিও এখন শুধু সময়ের অপেক্ষা। জানা গিয়েছে, ৮০ শতাংশের মত শেয়ার দেওয়া হয়েছে শ্রী সিমেন্টের (Shree Cement) হাতে। চিরকালই ইস্টবেঙ্গল (East Bengal) হারার আগে হার মানে না, এ ক্ষেত্রেও ক্লাব কর্তারা হার মানেননি।

হাতের বাইরে যাওয়া ম্যাচ তাঁরা ফিরিয়ে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে। মমতার অনুরোধেই ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য লগ্নিকারী সংস্থা খুঁজে দেওয়ার জন্য সচেষ্ট হন মুকেশ-নীতা আম্বানিরা। বেনু গোপাল বাঙ্গুর কলকাতার মানুষ, শ্রী সিমেন্টের  (Shree Cement) হেডকোয়ার্টারও কলকাতায়। ফলে ইস্টবেঙ্গল ক্লাবের আবেগ ও ঐতিহ্যকে ভালোভাবেই বুঝতে পারবেন বেনু গোপাল বাঙ্গুর।