করোনা আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহানের

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহান। রবিবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কিডনি বিকল হয়েই মৃত্যু হয়েছে চেতন চৌহানের।
শনিবার সকাল থেকেই চেতন চৌহানের অবস্থার অবনতি হতে থাকে। তাঁর একাধিক অঙ্গ কাজ করছিল না বলে পরিবারকে জানায় হাসপাতাল।
Former Indian cricketer and UP Minister Chetan Chauhan passes away at a hospital in Gurugram.
— ANI (@ANI) August 16, 2020
He had tested positive for #COVID19. (File pic) pic.twitter.com/9viVVURezX
৭৩ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেট তারকা উত্তরপ্রদেশের মন্ত্রীও ছিলেন। গত ১২ জুলাই তাঁর করোনা ধরা পড়ে। তাঁকে প্রথমে সঞ্জয় গান্ধি পিজিআই হাসপাতালে ভর্তি করা হলেও পরে সেখান থেকে মেদান্ত হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথম থেকেই রক্তচাপের সমস্যা ছিল চেতন চৌহানের। পরে অবস্থা আরও খারাপ হয়।ন
সংবাদ সংস্থা পিটিআই-কে এদিন তাঁর মৃত্যু সংবাদ দেন তাঁর ভাই পুস্পেন্দ্র চৌহান। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
মোট ১২ বছর ভারতের জার্সি গায়ে চল্লিশটি টেস্ট খেলেছেন চেতন চৌহান। তাঁর ঝুলিতে রয়েছে ১৬ টি হাফসেঞ্চুরি ও ২০৮৪ রান। সুনীল গাভস্কার ও চেতন চৌহানের জুটির মরিয়া লড়াই ভারতীয় ক্রিকেটের এক স্মরণীয় অধ্যায়। দুই ওপেনার মিলে একসঙ্গে সংগ্রহ করেছেন ৩০০০ রান। ১৯৯১ ও ১৯৯৮ সালে লোকসভা ভোটেও নির্বাচিত হন চেতন চৌহান।১৯৮১ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি।