শারীরিক অবস্থার উন্নতি প্রণব মুখার্জির, অনেকটা স্থিতিশীল

শারীরিক অবস্থার উন্নতি প্রণব মুখার্জির, অনেকটা স্থিতিশীল

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং অনেকটা উন্নতি হয়েছে - এমনটাই জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখার্জি।  তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন -"সকলের প্রার্থনায় বাবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং অবস্থার অনেক উন্নতি হয়েছে", সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো জানান সবাই এভাবেই তার দ্রুত আরোগ্য কামনা করুক।

প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি সকলকে টুইটের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন- " গত বছর আগস্টের ৮ তারিখ আমার কাছে সবচেয়ে খুশির দিন ছিল, কারণ বাবা ভারতরত্ন পেয়েছিলেন, আর ঠিক একবছর পর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ভগবান তার ভালোর জন্য যেটা হয় সেটাই করুক এবং আমাকে সুখ দুঃখ দুই সহ্য করার শক্তি দিক, যারা বাবার আরোগ্য কামনা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই"

সোমবার তার মাথায় জটিল অস্ত্রোপচারের পর ক্রমেই তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে, গত ১০ তারিখ হাসপাতালে ভর্তির পরই তার কোভিড ধরা পড়ে। তিনি নিজেই টুইট করে জানান- " অন্য একটি  কারণে হাসপাতালে এসেছিলাম, আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, যারা আমার সংস্পর্শে এসেছেন সবাই নিজেকে আইসোলেশনে রাখুন ও কোভিড পরীক্ষা করান"

অভিজ্ঞ ডাক্তারের একটি দল সবসময় তার শারিরীক অবস্থার উপর নজর রাকছে।