ফের কমল সোনার দাম, জেনে নিন কলকাতার বাজার

ফের কমল সোনার দাম, জেনে নিন কলকাতার বাজার

সময় বাংলা# প্রতিদিনই কমছে সোনার দাম। শুক্রবারও কমল সোনার বাজার। সোনার দাম এমসিএক্স গোল্ড ফিচারে এদিনও পতনের দিকে এগিয়েছে। সোনার দাম ১০ গ্রামে এদিন দাঁড়িয়েছে ৫২৫৯৬ টাকা। অর্থাৎ্ ১০ গ্রামের হিসাবে সোনার দাম কমেছে ০.৬৫ শতাংশ। ৫৬ হাডার টাকার রেকর্ড দামের উচ্চতা থেকে কার্যত সাপ লুডোর ঘুঁটির মতো পড়েছে। 

এরই সাথে রুপোর দাম এদিন ফের পড়েছে। সেপ্টেম্বরের সিলভার ফিচারে ১ শতাংশ দাম কমেছে রুপোর। ফলে এক কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৭০, ৩৪৫ টাকা। কলকাতায় সোনার দাম ২৪ ক্যারেটে এদিন ৫৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। এদিন ২৪ ক্যারেটে কল্লোলিনী তিলোত্তমায় সোনার দাম হয়েছে ৫৪,৬৮০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের দাম ৫১,৯৯০ টাকা হয়েছে। অন্যদিকে চেন্নাইতে এদিন ২৪ ক্যারেটের সোনার দাম ৫৫, ৭৬০ টাকা। ২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৫১,১১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৫১,২০০ টাকা। ২৪ ক্যারেটে ৫২,২০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,১০০ টাকা।

উল্লেখ্য, সোনার গয়নার চাহিদায় বিশ্বে চিনের পরেই ভারত। তৃতীয় স্থানে সৌদি আরব আর তার পরেই সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু শুধু গয়নার চাহিদাতেই সোনার দামের এত হেরফের হয় না। বাজারনীতি কিন্তু আরও একটা চাহিদার কথা বলে। আর তা হল সোনার দামের সঙ্গে বাজারের অনিশ্চয়তার ঘনিষ্ঠ যোগসূত্রের কথা। বাজারে যখন অনিশ্চয়তা বাড়ে, যেমন এখন, সোনার দাম তখন চড়তে থাকে। কারণ সোনা যে কোনও বাজারেই বিক্রি করা যায়। দেশের সীমায় তা আটকান যায় না। আর আজ কিনে রাখলে ১০০ বছর পরেও তা বিক্রি করা যাবে।