করোনা মুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবেন হোম আইসোলেশনে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ৷ নিজেই এ দিন ট্যুইট করে এ খবর জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ গত ২ অগাস্ট নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিত শাহ নিজেই৷ তার পর থেকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷
ট্যুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং এই কদিন যাঁরাই আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন এবং আমার পরিবারের সদস্যদের সাহস জুগিয়েছেন তাঁদের প্রত্যেককে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি৷ চিকিৎসকদের পরামর্শে আরও কিছুদিন আমি হোম আইসোলেশনে থাকব৷'
आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।
— Amit Shah (@AmitShah) August 14, 2020
मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।
এরই সঙ্গে গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তাঁকে সুস্থ করে তুলেছেন, তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ মোদি মন্ত্রিসভায় প্রথম অমিত শাহই করোনা আক্রান্ত হন৷ সেই কারণেই রাম মন্দিরের ভূমি পুজোতেও অংশ নিতে যেতে পারেননি তিনি৷ অমিত শাহের পরে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ে৷ তবে হাসপাতালে ভর্তি থাকলেও সেখান থেকেই মন্ত্রকের কাজকর্ম দেখাশোনা করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷