ফের হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফের হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সময় বাংলা# শনিবার রাত ১১টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে রাজধানীর এইমসে ভর্তি করা হলে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা তৈরি হয়‌ সংবাদমাধ্যমের একাংশ দাবি জানান যে, শ্বাসকষ্টের কারণে এমন সিদ্ধান্ত। যদিও রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকের পরামর্শমতো বাদল অধিবেশনের আগে পুরোদস্তুর মেডিক্যাল চেকআপের জন্য ভর্তি করা হয়েছে শাহকে।

যদিও উক্ত খবরে উদ্বেগ ছড়ায় গেরুয়া শিবিরে। মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত রোগমুক্তির প্রার্থনা জানিয়ে টুইট করেন। তবে এইমস কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, 'কোভিড পরবর্তী চিকিৎসার পর গত ৩০ আগস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ছেড়ে দেওয়া হয়েছিল‌ কিন্তু তখন চিকিৎসকেরা যে পরামর্শ দিয়েছিলেন, তা মেনে সংসদের অধিবেশন শুরুর আগে মেডিক্যাল চেকআপ করাতে এক-দু'দিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।'

প্রসঙ্গত, গত ২ আগস্ট প্রথম করোনা ধরা পড়েছিল শাহের এরপর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও,ফের অসুস্থ বোধ করায় ১৮ আগস্ট আবার এইমসে ভর্তি হয়েছিলেন।