রক্তদানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত হল গাংনাপুরে

রক্তদানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত হল গাংনাপুরে

নিজস্ব সংবাদদাতা# 'রামের রক্তে বেচেছে রহিম, যোসেফ দিয়েছে সুজয়কে, সামান্য দান অসামান্য হয় রক্ত বাচায় প্রানকে'- এ এক অন্যরকম স্বাধীনতা দিবস। গাংনাপুরে রক্তদানের মধ্যে দিয়ে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস, সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই স্বাধীনতার সকালে রক্তদানের আয়োজন করে প্রাক্তনী ও মহাকাশ নামের স্বেচ্ছাসেবী সংস্থা। এর আগেও বিভিন্ন সমাজ সেবামূলক কাজে এগিয়ে এসেছে প্রাক্তনী ও মহাকাশ।

গাংনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে গড়ে ওঠা প্রাক্তনী, সারাবছরই বিভিন্ন সমাজসেবামূল্ক কর্মসুচি আয়োজন করে, মহাকাশ সংস্থাটিও প্রতিনিয়ত আসহায় মানুষের সেবায় পৌছে যায় বিভিন্ন জায়গায়। সংস্থাটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এগিয়ে আসে পার্শ্ববর্তী যুবক সংঘগুলি।  সকাল থেকেই সংস্থার কর্মকর্তার স্বাস্থ্যসচেতনতার কথা মাথায় রেখে নিজেরাই সাফ সাফাই ও ভালোভাবে স্যানিটাইজ করেন স্কুলের একটি রুম। ভয়কে জয় করে সাধারন মানুষও এগিয়ে আসেন এই মহৎ কর্মসুচিতে।