মিলল আশার আলো! করোনা রোগীর সুস্থতায় প্রথম ভারত

মিলল আশার আলো! করোনা রোগীর সুস্থতায় প্রথম ভারত

সময় বাংলাঃভারতে আশার আলো। সুস্থতার মাপকাঠিতে করোনা তালিকায় রেকর্ড দেশের। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনা থেকে সুস্থতার পরিসংখ্যানে এতদিন শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু ভারতে সোমবার ৭৭,৫১২ জন সুস্থ হয়ে বাড়ি ফেরায় দেশে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,৮০,১০৭, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ! এর ফলে সুস্থতা তালিকায় প্রথম স্থানে ভারত দ্বিতীয় স্থানে ব্রাজিল (৩৭,২৩,২০৬) এবং তৃতীয় আমেরিকা (২৪,৫১,৪০৬)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এর দাবি, সরকার ঠিক সময়ে দেশজুড়ে লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছিল বলেই ১৪-২৯ লক্ষ মানুষকে করোনা সংক্রমণ থেকে বাঁচানো গেছে। প্রাণ বেঁচে প্রায় ৩৭-৩৮ হাজার মানুষের। তাঁর আরোও দাবি কোভিড চ্যালেঞ্জকে সবচেয়ে বড় রাজনৈতিক দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করেছে সরকার। আর তাই দেশজুড়ে লকডাউন, জনতা কার্ফুর মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে যা করোনার গতিকে অনেকটাই আটকাতে পেরেছে।

দেশে সুস্থতার হার ৭৮ শতাংশ পেরিয়ে রেকর্ড গড়লেও দৈনিক সংক্রমণ ও মৃত্যুসংখ্যা চিন্তা বাড়াচ্ছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯২,০৭১ জন, আর মৃত্যু হয়েছে ১,১৩৬ জনের। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা শারে সাড়ে ৪৮ লক্ষের কাছাকাছি পৌঁছেছে, আর মৃতের সংখ্যা ৮০ হাজার এর দোরগোড়ায়।