রিলিজের আগেই নেটিজেনদের ঘৃণার মুখে মহেশ ভাটের সড়ক ২

রিলিজের আগেই নেটিজেনদের ঘৃণার মুখে মহেশ ভাটের সড়ক ২

সময় বাংলা# সুশান্ত সিং এর মৃত্যুর পর থেকে বলিউডে স্বজনপোষন নিয়ে তীব্র উঠেছে তীব্র নিন্দার ঝড় আর এবার ‘সড়ক ২' ছবির ট্রেলার রিলিজের মাত্র ৩ ঘণ্টার মধ্যেই লাইকের বদলের ডিসলাইকের ঝড় উঠেছে। ট্রেলার রিলিজের মাত্র তিন ঘণ্টার পরিসংখ্যা বলছে ৫২ হাজার লাইক হলে, ৫ লক্ষ ২০ হাজার ভিউয়ার্স ডিসলাইক করেছেন। ছবিটি গতকাল রিলিজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে ভট্টদের প্রযোজনা সংস্থা থেকে। এই ছবির অন্যতম আকর্ষন সঞ্জয় দত্ত। এছাড়া অভিনয়ে করেছেন আলিয়া ভট্ট, আদিত্য রয় কাপুর, যীশু সেনগুপ্ত। 

সঞ্জয় দত্ত বর্তমানে ক্যানসার আক্রান্ত। সঞ্জয় দত্তের এহেন পরিস্থিতিতেও দর্শকদের আবেগ টানা যায়নি। এখনো অবধি বলিউডে কোন ছবির ট্রেলারে দর্শকদের এমন নেগেটিভ প্রতিক্রিয়া দেখা যায়নি। বলিউডে সুশান্তের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের আক্রোশের কবলে পড়েছেন ভট্ট পরিবার। এই ‘সড়ক ২' ছবির হাত ধরেই তিনি পরিচালনায় ফিরছেন। সেই ছবির পোস্টার মুক্তির পর আইনের বিপাকে জড়িয়েছেন মহেশ ভাট। বুধবার ট্রেলার রিলিজের পর সেই কটাক্ষের শিকার মেয়ে আলিয়া ভাটও। আলিয়াকে ‘প্রোডাক্ট অফ নেপোটিজম’ বলে কটাক্ষ করা হয়েছে। ‘সড়ক ২’ বয়কটের ডাক দিয়েছিলেন নেটজনতার একাংশ। 

এর পিছনের কারণ হল, প্রথমত ‘ভাট ক্যাম্পে’র প্রযোজনা এবং দ্বিতীয়ত ছবির মূল চরিত্রের দু’জনই ‘স্টারকিড’- আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর। এরইমধ্যে অনেকের বক্তব্য যে ‘সড়ক ২’ সিনেমার জন্য হটস্টার অ্যাপটিকে যেন নিজের ফোন থেকে সবাই ডিলিট করে দেয়।এরই পাশাপাশি তাঁদের দাবি, “ব্যান করা হোক হটস্টার!” এরইমধ্যে সুশান্তের ভক্তদের বক্তব্য, “অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভট্টর ঘনিষ্ঠতার জন্যই নাকি সুশান্তের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে 'সড়ক ২’ মুক্তি পাচ্ছে আগামী ২৮ আগস্ট হটস্টার ডিজনিতে।