বিপদে মেডিকা ! ১৮ লাখের বেশি বিল চিকিৎসকের কোভিড চিকিৎসায়

বিপদে মেডিকা ! ১৮ লাখের বেশি বিল চিকিৎসকের কোভিড চিকিৎসায়

মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষকে টেক্সট মেসেজ পাঠালেন রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। নির্দেশ দিলেন চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের কোভিড চিকিৎসার খরচ কমাতে হবে, বিল রিভিউ করে দেখতে হবে। হাসপাতালের তরফে উত্তরও দেওয়া হয়েছে, রিভিউ করার আশ্বাস দিয়ে।

দিন দুয়েক আগেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শ্যামনগর এলাকার জনপ্রিয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য। কলকাতার বাইপাস সংলগ্ন মেডিকা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অভিযোগ, তিনি মারা যাওয়ার পরে প্রায় ১৯ লক্ষ টাকার বিল ধরিয়েছিলেন কর্তৃপক্ষ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর সমালোচনাও হয়। এর পরেই আজ, বুধবার স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান মেডিকাকে মেসেজ করেছেন বলে জানা গেছে। তিনি এ-ও বলেছেন, বিলের খরচ কম করে কিছু টাকা যেন মৃত চিকিৎসকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সূত্রের খবর, সাম্প্রতিক লকডাউনে শ্যামনগর এলাকায় নিয়মিত রোগী দেখেছিলেন প্রদীপ ভট্টাচার্য। ওই এলাকার চটকলের শ্রমিকদের জন্য তিনি অতি কম খরচে রোগী দেখতেন বলেও খ্যাতি ছিল। শেষে তিনি নিজেই সংক্রামিত হন গত মাসে। মেডিকা হাসপাতালে দীর্ঘ চিকিৎসা করেও শেষরক্ষা হয়নি। সোমবার দুপুরে মারা যান তিনি।

তার পরেই তাঁর পরিবারের হাতে প্রায় ১৯ লক্ষ টাকার বিল ধরায় মেডিকা। এ নিয়েই সরব হয়েছিল একাধিক চিকিৎসক সংগঠন। চিকিৎসকদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছিলেন, একজন কোভিড যোদ্ধাকে যদি এমন ভাবে নিঃস্ব হয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে! এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় চলে। সেখান থেকেই তা নজরে আসে এ রাজ্যের স্বাস্থ্য কমিশনের।

বুধবার কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দোপাধ্যায় বলেন, “সোশ্যাল মিডিয়া থেকেই এই বিষয়টি প্রথম আমাদের নজরে এসেছে। ডক্টর প্রদীপ ভট্টাচার্য অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ছিলেন। তাঁর মৃত্যু আমাদের বড় ক্ষতি। দুঃখজনক তো বটেই। বিষয়টি জানতে পেরে আজ সকাল একটি মেসেজ করা হয় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে। সেখানে আমরা বলি যে প্রদীপবাবুর বিলের রিভিউ করা হোক।”

তিনি জানান, প্রদীপবাবুর চিকিৎসার ১৮ লক্ষ ৩৪ হাজার টাকা বিল হয়েছে বলে জানতে পেরেছিলেন তাঁরা। তাই সেই বিলটি পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, বিল রিভিউ করে যদি কিছুটা কম করা যায়, তাহলে যেন সেটা বাড়ির লোককে ফেরত দেওয়া হয়।

বুধবার সকাল ১০টা বেজে ১৮ মিনিটে এই মেসেজ করা হয় স্বাস্থ্য কমিশনের তরফে। ৫ মিনিটের মধ্যেই মেডিকা কর্তৃপক্ষ উত্তর দিয়ে জানিয়েছেন, তাঁরা বিলটি রিভিউ করছেন এবং যথাযথ ব্যবস্থাও নেবেন।