শ্রীনগরে জঙ্গি হামলা, শহীদ দুই পুলিশকর্মী

স্বাধীনতার আগে শ্রীনগরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী, জম্মু ও কাশ্মীরের নওগম বাইপাসে পুলিশ কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা৷ এই হামলার ফলে ৩ পুলিশ কর্মী গুরুতর জখম হন, আহত পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু হওয়ার পরপরই ২জনের মৃত্যু হয় ৷ সমগ্র এলাকাটিকা ঘিরে ফেলা হয়েছে কঠোর পাহারায় ৷
কাশ্মীরের আইজি বিজয় কুমার জানান যে এই হামলার পিছনে জইশ-ই-মহম্মদের হাত থাকার সম্ভাবনা রয়েছে৷ এখন পর্যন্ত যদিও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে খোঁজ চলছে জঙ্গিদের৷
#UPDATE Two Police personnel lost their lives and one injured in the firing by terrorists in Nowgam. Area cordoned off. More details awaited. (visuals deferred by unspecified time). #JammuAndKashmir https://t.co/8oecUfOKqv pic.twitter.com/l9xEG35vUS
— ANI (@ANI) August 14, 2020
আহত পুলিশকর্মীদের শ্রীনগরের পিসিআর হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি দু' জনকে ৷ শহীদ দুই পুলিশকর্মী - ৭১৫ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ইশফাক আয়ুব ও ৩০৭ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ফয়েজ আহমেদ ৷ এছাড়া আহত হয়েছেন কনস্টেবল মহম্মদ আশরফ৷ গুলি লেগেছে তাঁর ডান হাতে ৷