আইপিএল শুরু হওয়ার আগে আবেগঘন মন্তব্য মোহাম্মদ সামির

আইপিএল শুরু হওয়ার আগে আবেগঘন মন্তব্য মোহাম্মদ সামির

সময় বাংলা# আর কিছু দিনের অপেক্ষা এর পরেই শুরু হতে চলেছে আইপিএল। তবে করনা কোভিড ১৯ সংক্রমণের কারণে এ বছর দেশে নয় বিদেশেও দুবাইতে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট।দীর্ঘদিন পর ক্রিকেটাররা মাঠে নামবেন তবে এর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ সামির মন খারাপের ছবি ধরা পড়ল। তিনি জানিয়েছেন তিনি তার ছোট্ট মেয়েটিকে অনেকদিন দেখেননা করণা সংকটের কারণে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করে কিংস ইলেভেন পাঞ্জাবের এই ক্রিকেটার।

আইপিএলখেলা খেলার আগে আবেগঘন হয়ে মোহাম্মদ সামি মন্তব্য করলেন "লকডাউন এর কারণে অনেকদিন হয়ে গেল মেয়েকে দেখি নি। ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ।আমি ওকে খুব মিস করছি ।" অনেকদিন পর মাঠে নামার প্রসঙ্গে স্বামী বললেন "বহুদিন পর ক্রিকেট খেলব।বাচ্চারা যেমন লজেন্স দেখলে খুশি ক্রিকেটাররাও তেমন খেলার জন্য খুশি । বৃহস্পতিবার একটা অনুশীলন ম্যাচ খেলেছি।সবাই আস্তে আস্তে ক্রিকেটাররা ছন্দে ফিরছে আমার কোন পার্থক্য মনে হচ্ছে না ।

একদিকে প্রথমবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কায়। আগামী পয়লা অক্টোবর মেঘা নিলাম। তাতে ভারত থেকে দেখা যাবে মুনাফ প্যাটেল কে। এছাড়া থাকবেন ক্রিস গেইল ড্যারেন সামিদের মত বিশিষ্ট তারকারা। এছাড়াও শাহিদ আফ্রিদি, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারদের দেখা যাবে ।আইপিএল শেষ হলেই আগামী 14 ই নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। যদিও গত অগাস্টে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল করোনার আবহে পিছিয়ে যায়।