Spicejet এবার চালু করল জিরো ক্যান্সলেশন সার্ভিস

Spicejet এবার চালু করল জিরো ক্যান্সলেশন সার্ভিস

সময়বাংলা# টিকিট বাতিল করলে পুরো টাকায় পাবেন ফেরত।করোনা আবহে এক উল্লখযোগ্য সমস্যা হল বিমান বাতিলের।অনেক যাত্রীকেই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

নানা কারণে যখন তখনই বাতিল হয়ে যাচ্ছে ফ্লাইট।এর ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের সমস্যার পরাটাই স্বাভাবিক তবে শুধু তাই নয় আগে থেকে টিকিট কাটা থাকলেও অনেক সময় ব্যক্তিগত কারণে অফিসের কাজ কিংবা মেডিকেল ইমার্জেন্সি জন্য বিমানের টিকিট বাতিল করতে হয়।তখন টিকিটের পুরো টাকাটাই প্রায় জলে যায়।

এই সমস্যা দূর করতেই স্পাইসজেট এবার নিয়ে এল জিরো ক্যান্সলেশন সার্ভিস।যার ফলে বিমানের টিকিট বাতিল করলে পুরো টাকায় সহজেই ফেরত পাবেন।২৪ ঘন্টা আগে বিমানের টিকিট ক্যানসেল করলে পুরো টাকা রিফান্ড হয়ে যাবে।

এই সমস্যা ছিল দীর্ঘদিনের শুধুই এয়ারলাইন সংস্থার জন্যই নয় ব্যক্তিগত নানা কারণে অনেক সময় মানুষ বাতিল করেন বিমান টিকিট।তখন টিকিটের খুব অল্প অংশ পাওয়া যেত ফেরত।আবার non-refundable টিকিটের ক্ষেত্রে তো যাত্রীরা ফ্লাইট ক্যানসেল করলে পুরো টাকাটাই জলে যায়।স্পাইসজেট এবার  Liberty General Insurance (LGI)-এর সঙ্গে যুক্ত হয়ে চালু করল এই Zero Cancellation service.যার ফলে বিমানের টিকিট বাতিল করলেও টাকা ফেরত পাওয়া কোন কঠিন ব্যাপার হবে না।

এই সুবিধা পেতে হলে যাত্রীদের স্পাইসজেট- এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটতে হবে।টিকেট ক্যান্সলেশন-এর জন্য বীমা বাবদ ৫০০০ টাকা পাওয়া যাবে।ফলে এই স্কিম করা থাকলে আর লাস্ট মিনিট ক্যান্সারের ক্ষেত্রে কোন ভয় থাকবে না।টিকিটের সব টাকায় সহজেই পেয়ে যাবেন।