মোদীর জন্মদিনে রাজ্য বিজেপির হাত ধরে আসছে 'উমা'

মোদীর জন্মদিনে রাজ্য বিজেপির হাত ধরে আসছে 'উমা'

সময় বাংলা# রাজ্য বিজেপির হাত ধরে আসছে 'উমা'! কি সেই 'উমা'? পশ্চিমবঙ্গ রাজ্যে মহিলাদের আত্মরক্ষার পাঠ দিতে চলেছে বিজেপি। তারই পোশাকি নাম 'উমা'। ১৭ ই সেপ্টেম্বর অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে প্রশিক্ষণ শিবির। বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পলের দাবি, তৃণমূলের হাত থেকে মহিলাদের বাঁচাতে এই উদ্যোগ। দলমত নির্বিশেষে মহিলারা অংশ নিতে পারেন।

১৭ ই সেপ্টেম্বর মহালায়া, তার ঠিক এক মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আদিশক্তি দুর্গা বধ করেছেন মহিষাসুরকে। তিনি নারীর ক্ষমতায়নেরও প্রতীক। সেই দুর্গা আবার শিবের স্ত্রী, কৈলাসে উমা। বাংলায় নারীদের ভিতরকার দুর্গাকে জাগাতেই এই কর্মসূচি বলে দাবি বিজেপির। এবং নামকরণ সেই অনুযায়ীই করা হয়েছে।

বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পলের দাবি, "উপায় নেই, তাই এটা করতে হচ্ছে। তৃণমূলের হাত থেকে আত্মরক্ষার জন্যই করছি। মহিলা মোর্চা সদস্য ছাড়াও অন্যরাও যোগ দিতে পারেন। রাজ্যের প্রতিটি জেলাতেই প্রশিক্ষণ দেয়া হবে।" এই কর্মসূচিতে মহিলাদের আত্মরক্ষার পাঠক্রমে ব্যাংক ছুরি, লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো ইত্যাদি রাখার পরামর্শ দেওয়া হবে। এবং সেগুলি ব্যবহার করার পদ্ধতিও শেখানো হবে প্রশিক্ষণ কর্মসূচিতে।

তবে রাজ্য বিজেপির মহিলা মোর্চার ক্ষেত্রে উক্ত বিষয়টি নতুন হলেও গেরুয়া শিবিরে বিষয়টি একেবারেই নতুন নয়। বজরং দলের প্রমিলা দুর্গাবাহিনীতে মহিলাদের অস্ত্র থেকে লাঠি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। আশা রাখা যাচ্ছে মহিলারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন এবং নিজেদের আত্মরক্ষাও করতে পারবেন।