মহালয়ার দিন তর্পণে গণ্ডি পড়বে গঙ্গার ঘাটে

মহালয়ার দিন তর্পণে গণ্ডি পড়বে গঙ্গার ঘাটে

সময় বাংলাঃ বৃহস্পতিবার মহালায়া। যদিও করোনা মহামারীরকালে পুজোর উচ্ছ্বাস কিছুটা হলেও কম। তবুও ওইদিনে পিতৃতর্পণে সামিল হন আমজনতা। তাই এবারে সামাজিক দূরত্ব মেনে যাতে পিতৃতর্পণ হয় তা নিশ্চিত করতে গঙ্গার ঘাটে দাগ কেটে দেওয়া হবে। ভোর থেকেই মাইকে শুরু হবে ঘোষণা। আর্জি জানানো হবে স্বাস্থ্যবিধি মেনে যেন আমজনতা সামিল হন তর্পণে। ঘাটে নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ। এছাড়াও প্রতিটি ঘাটে পরিকল্পনা করা হয়েছে একটি শিবির করার, যেখান থেকে বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হবে তর্পণ করতে আসা মানুষের হাতে।

সরকারিভাবে এখনও পর্যন্ত ঘোষণা না হলেও, স্বাস্থ্যবিধি মেনেই যাতে গঙ্গার ঘাটে মহালয়ার তর্পণে এর সামিল হন আমজনতা, সেই লক্ষ্যে ইতিমধ্যেই এমনই এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে খবর, অন্তত ছয় ফুট দূরত্ব মেনে যেন সাধারণ মানুষ তর্পনের সামিল হন, সে বার্তা প্রশাসনের তরফে ঐদিন সকাল থেকেই দেওয়া হবে। প্রত্যেক পুরোহিত বা তর্পণকারী যাতে মুখে মাস্ক ব্যবহার করেন, সেই অনুরোধও করবে পুলিশ। পাশাপাশি জলে দুর্ঘটনাটি বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরিদের মোতায়েন রাখার ব্যবস্থাও থাকছে।

সরকারি সূত্রে খবর মরে গঙ্গার ঘাট গুলিতে আশা আমজনতা যাতে তর্পণ শেষ করতে পারেন সুরক্ষার সঙ্গে, সে বিষয়ে যাবতীয় আয়োজন তৈরি রাখার নির্দেশ ইতিমধ্যেই পুর আধিকারিকদের দিয়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। আজ অর্থাৎ মঙ্গলবার, কলকাতা পুলিশ ও একাধিক সংস্থার সঙ্গে তর্পণের দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে বৈঠকে বসবেন ফিরহাদ।