প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার হ্যাক করলো হ্যাকাররা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার হ্যাক করলো হ্যাকাররা

সময় বাংলা# দিনে দিনে বাড়ছে অনলাইন প্রতারনা ও হ্যাকিং-এর মাত্রা । কোঙ্কিছুই যেন সুরক্ষিত নয় সেই আশঙ্কাই চিন্তিত করছে মানুষকে আর তার মধ্যেই রাত ৩টে ১৫ নাগাদ হ্যাকাররা হ্যাক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইটার হ্যান্ডেল,  টুইটার হ্যান্ডলটি হ্যাক করার পর সেখান থেকে বেশ কয়েকটি টুইট করা হয়। যেখানে বিটকয়েনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করার আবেদন করা হয়। হ্যাকের ঘটনা স্বীকারও করেছেন ট্যুইটার কর্তৃপক্ষ।

অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে । নরেন্দ্র মোদীর ব্যাক্তিগত ওবেসাইটের সঙ্গে যুক্ত ওই টুইটার হ্যান্ডলটির নাম ‘নরেন্দ্রমোদী_ইন’। ২০১১-তে খোলা ওই টুইটার হ্যান্ডলে রয়েছে ২৫ লক্ষাধিক ফলোয়ার। বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ হ্যাক করার পর সেখান থেকে বেশ কয়েকটি টুইট করে হ্যাকাররা।

মূলত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দেওয়ার জন্য আবেদন করা হয়। সেই টুইটের কোনওটাতে বলা হয়েছে, ‘‘আমি আবেদন করছি কোভিড-১৯-এর জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে টাকা দিন। ভারতে এখন ক্রিপ্টোকারেন্সি চালু হল।’’ তার পর বিটকয়েনের মাধ্যমে টাকা দেওয়ার একটি ‘আইডি’ দেওয়া হয়েছে।

অপর একটি টুইটে জানানো হয়েছিল, ‘‘এই অ্যাকাউন্ট হ্যাক করেছে জন উইক। আমরা পেটিএম মল হ্যাক করিনি।’’পরে ‘নরেন্দ্রমোদী_ইন’ টুইটার হ্যান্ডলটি হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করে ওই টুইটগুলি সরিয়েও দেওয়া হয়েছে। কিন্তু সেই টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

এর আগে গত ১৬ জুলাই বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, এলন মাস্ক, ওয়ারেন বাফেট, জেফ বেজস, কিম কারদাশিয়ান-সহ বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের রাতারাতি ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে হ্যাকাররা৷ প্রত্যেকের ট্যুইটার হ্যান্ডেল থেকেই ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন সম্পর্কিত স্ক্যাম ট্যুইট করা হয়৷ ট্যুইটারের সিইও জ্যাক ডর্সি বলেন, 'ট্যুইটারের কাছে, আমাদের কাছে, এটি একটি কঠিন দিন৷'ট্যুইটারে এই ধরনের বিটকয়েন স্ক্যাম হ্যাক সাধারণ বিষয়৷ এই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ কিন্তু বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেল হ্যাকড হচ্ছে, এটাই ভাবাচ্ছে সংস্থাকে৷