আদিবাসী মহিলাকে গণ ধর্ষনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবীতে বিক্ষোভ সিউড়ীতে

আদিবাসী মহিলাকে গণ ধর্ষনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবীতে বিক্ষোভ সিউড়ীতে

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি# বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার আদিবাসী মহিলাকে গণ ধর্ষনের অভিযোগে অভিযুক্তদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার বীরভূমের জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন এআইডিএসও, আইএএমএসএস সংগঠন। সোমবার তারা জেলা পুলিশ সুপারের অফিসের সামনে হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়।

সালিশি সভার নিদান নিয়েও প্রশ্নে তোলা হয় সংগঠনের তরফে। মহম্মদবাজার থানা এলাকার এক আদিবাসী গৃহবধূ, তিন সন্তানের মা বিধবা ঐ মহিলা মহম্মদবাজার থানায় অভিযোগ করেন পাঁচ জন মিলে তাকে গণ ধর্ষন করেছে। ঘটনার খবর জানাজানি হতেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ঐ মহিলার প্রতিবেশীরা জানান, মহিলার সঙ্গে ভিন্ন সম্প্রদায়ের এক যুবকের প্রনয় ঘটিত সম্পর্ক ছিলো। তাদেরকে আপত্তি অবস্হায় ধরার পর সালিশি সভায় বিচার হয়। 

যদিও ঐ মহিলা ৫ জনের বিরুদ্ধে মহম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করেন তাকে ধর্ষন করা হয়েছে বলে। পুলিশ প্রথমে ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে, রবিবার গভীর রাতে মহম্মদবাজার থানা এলাকার এক জঙ্গলে হানা দিয়ে বাকী তিনজনকেও গ্রেপ্তার করেছে ।

এদিকে ঐ মহিলার মেডিক্যাল টেষ্টও করিয়েছে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকে সোমবার সিউড়ী আদালতে তোলা হয়। আদিবাসী সংগঠনের নেতা সুনীল সোরেন বলেন, আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক।