ভারতে লঞ্চ হল Xiaomi-র নতুন বাজেটের Redmi 9i স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার্স

ভারতে লঞ্চ হল Xiaomi-র নতুন বাজেটের Redmi 9i স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার্স

সময় বাংলা# দুর্দান্ত সব ফিচার নিয়ে বরাবরই Xiaomi হাজির হয়। ১৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল Redmi 9i নতুন বাজেটের স্মার্টফোন।

Redmi 9i হল Redmi 9 সিরিজের চতুর্থ ফোন।এর আগেও ভারতের বাজারে লঞ্চ হয়েছিল Redmi 9, Redmi 9A, আর Redmi 9 Prime.বেশ কিছু সময় ধরেই Redmi 9i  ফোনটির  স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছিল।এমনকি এর দামও ফাঁস হয়ে গিয়েছিল। Xiaomi- এই ফোনটির লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে Xiaomi- অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার পেজে।কিছুদিন আগেই ট্রিজার রিলিজ করেছিল এই ফোনটির। তার থেকে বেশকিছু স্পেসিফিকেশন সম্পর্কে মানুষের ধারণা পেয়েছিল।

জেনে নিন Redmi 9i-এর দাম ও ফিচার্স,

১) Redmi 9i-এর পিছনে থাকবে একটি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল সেন্সর। আর সেলফির জন্য থাকবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। 

২)  এই ফোনে থাকছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। 

৩)  Redmi 9i-এ থাকছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ আর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

৪)  ফোনটি নেচার গ্রিন, সি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙে পাওয়া যাবে

৫) বড় ডিসপ্লে হবে। ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকবে।

৬) রেজুলেশন হবে ৭২০×১৬০০ পিক্সেল। 

৭) অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১০, আর তার উপরে চলবে এমআইইউআই ১২ ইন্টারফেস।

৮) অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর, সঙ্গে থাকবে ৪ জিবি পর্যন্ত র‌্যাম। 

৯) ফোনটিতে সহজেই মাল্টি-টাস্কিং করা যাবে।

১০) ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। 

১২)  কানেক্টিভিটির জন্য থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫ অডিও জ্যাক।

১৩) Redmi 9i-এর দাম শুরু হবে ৭,৯৯৯ টাকা থেকে। যদি এই দামে ফোনটি লঞ্চ হয়, তাহলে ফোনটির দাম Redmi 9A এর থেকে বেশি হবে আর Redmi 9, Redmi 9 Prime এর থেকে সস্তা হবে।

এছাড়া ফোনটি গেমারদের জন্য হবে আকর্ষনীয়, কারণ টিজারে Big On Gaming র উল্লেখ করা হয়েছে।ফোনটির ক্যামেরা আর ব্যাটারির ক্ষেত্রেও শক্তিশালী প্রমাণিত হবে, কারণ টিজারে কোম্পানি‘Big On Camera’ আর ‘Big On Battery’-র কথা বলেছে।এবং  Redmi 9i ফোনটি ফ্লিপকার্ট আর Mi.com থেকে কেনা যাবে।