প্রশ্নের প্রস্তুতি গোয়েন্দাদের, CBI-এর মুখোমুখি রিয়া

প্রশ্নের প্রস্তুতি গোয়েন্দাদের, CBI-এর মুখোমুখি রিয়া

সময় বাংলা# রিয়া চক্রবর্তীকে জেরার জন্য সিবিআই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। গত ১৪ জুন মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। ওইদিন যে চাবিওয়ালা সুশান্তের ঘরের চাবি ভেঙেছিলেন, সিবিআই তাঁর সঙ্গেও কথা বলতে চেয়েছে। সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকের দিকেও নজর রয়েছে সিবিআই এর। কারণ, সুশান্তকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন সিদ্ধার্থ পিঠানিক। তিনিই চাবিওয়ালাকে ফোন করেছিলেন।

ওই চাবিওয়ালা জানিয়েছেন, গত ১৪ জুন তাঁকে সুশান্তের ঘরের তালা ভাঙতে ডাকা হলেও তিনি টের পাননি যে, ঘরের ভিতরে সুশান্তের মৃতদেহ রয়েছে। সেখানে ৩-৪ জন উপস্থিত ছিলেন। তাঁরা তাঁকে পত্রপাঠ বিদায় করেন। এখানে প্রশ্ন উঠছে যে, এখানে অস্বস্তি নাকি অন্য কারণ ছিল এই চাবিওয়ালাকে বিদায় জানানোর? এই বিষয়টি খুঁজে দেখতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই শুক্রবার সকালে তদন্ত শুরু করেছে। শুক্রবার সুশান্তের অটোপসি রিপোর্ট খতিয়ে দেখার জন্য এইমস এর একটি বিশেষজ্ঞ দল গড়া হয়েছে। ৫ সদস্যের এই দলটির মাথায় রয়েছেন অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত।