কোভিড রিপোর্ট নেগেটিভ আসলেও আবারও করাতে হবে পরীক্ষা, কড়া নির্দেশ কেন্দ্রের

কোভিড রিপোর্ট নেগেটিভ আসলেও আবারও করাতে হবে পরীক্ষা, কড়া নির্দেশ কেন্দ্রের

সময় বাংলা# গোটা দেশজুড়ে ক্রমশই বাড়ছে কোভিড সংক্রমণ।গতকাল ৯৬ হাজার ছাড়িয়ে গেছে সংক্রমণের সংখ্যা।গোটা দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৪ লক্ষ। এবার এই পরিস্থিতির লাগাম টানতে নির্দেশ জারি করল কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হল,সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে করোনার লক্ষণ থাকা যতগুলো রোগীর পরীক্ষার ফল নেগেটিভ আসছে তাদের আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।কেন্দ্রের মত অনুযায়ী এর ফলে ভাইরাসে সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়া যাবে এবং সংক্রমণ তাড়াতাড়ি রোখা সম্ভব হবে।

আইসিএমআর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়েছে যে, আরটিতে সংক্রমণমুক্ত পাওয়া রোগীদের মধ্যে পরীক্ষার দুই থেকে তিনদিন পর আবারও বিভিন্ন লক্ষণ দেখা দিচ্ছে তাই তাদের আরটি-পিসিআর মাধ্যমে আবার পরীক্ষা করানো দরকার।

এছাড়াও মন্ত্রণালয় জানিয়েছে যে,যাদের সংক্রমণমুক্ত হওয়ার রিপোর্ট নেগেটিভ আসছে বা ভুল আসছে তাঁদের খোঁজ করে আইসোলেট করতে হবে দরকার পরলে হাসপাতালে ভর্তি করতে হবে।মন্ত্রণালয়ে তরফ থেকে বলা হয়েছে সংক্রামিত ব্যক্তি দের নজরে রাখা এবং সংক্রামনের মাত্রা কমানোর জন্য রাজ্য ও জেলার স্তরে টিম অথবা আধিকারিকদের তরফ থেকে তৎকাল একটি নজরদারি প্রক্রিয়া গঠন করতে হবে।এই দল রাজ্য এবং জেলায় নিয়মিতভাবে হওয়া র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের তথ্য গুলো নিয়ে বিশ্লেষণ করবে।