ফের ভূমিকম্পে কেপে উঠল মুম্বাই মহানগরী

ফের ভূমিকম্পে কেপে উঠল মুম্বাই মহানগরী

প্রকৃতির রোষ যেন কিছুতেই থামতে চাইছে না। ২ দিনের ব্যবধানে ফের কেঁপে উঠল বাণিজ্যনগরী মুম্বইতে৷ জানা গিয়েছে, সোমবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে ওঠে মুম্বই।  সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকাল ৮টা নাগাদ মুম্বইয়ে ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৫। সূত্রের খবর, মুম্বইয়ের ১০২ কিলোমিটার উত্তরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থল।

যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷ তবে কম্পন মৃদু হলেও তা আতঙ্ক তৈরি হয়েছে বাণিজ্যনগরীতে। গত কয়েক দিন বারবার কেঁপে উঠেছে মহারাষ্ট্র। এর আগে গত ৪ সেপ্টেম্বর মহারাষ্ট্রে নাসিকের পশ্চিমে ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে এর মাত্রা ৪.০ ছিল ম্যাগনিটিউড। 

উল্লেখ্য, সেপ্টেম্বরের প্রথম দিনই দু'বার ভূকম্পন অনুভূত হয় মহারাষ্ট্রে। ওই দিন দুপুর ৩টে ৪৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে এই অঞ্চলটি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৫।ওই একই দিনে সকাল ৭টা বেজে ১৬ মিনিট নাগাদ মহারাষ্ট্রের সাতারা জেলায় কোয়েনার কাছে ভূকম্পন অনুভূত হয়।সাতসকালে এমন কম্পনে অবশ্য আতঙ্ক ছড়ায়। কম্পনের জেরে ঘুম ভেঙে যায় অনেকের। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। যদিও কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি। লকডাউনের মধ্যে গত কয়েক মাস ধরেই দেশের নানা প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে।