আগামী সোমবার থেকে খুলে দেওয়া হবে তারাপীঠ মন্দির

আগামী সোমবার থেকে খুলে দেওয়া হবে তারাপীঠ মন্দির

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট# আগামী সোমবার, ২৪ শে আগস্ট সোমবার থেকে  সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে তারাপীঠ মন্দির । আজ শনিবার এই নিয়ে তারাপীঠ মন্দির কমিটিএক সিদ্ধান্ত গ্রহণ করলো। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জী জানান প্রায় চার মাসের কাছাকাছি বন্ধ তারাপীঠ মন্দির। এর ফলে রুজি-রোজগার হীন হয়ে পড়েছেন বহু মানুষ।

এলাকার ছোটো  ছোটো ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিক অটো চালকরা কার্যত কর্মহীন হয়ে পড়েছে। তাই পুনরায় সর্বসাধারণের জন্য তারাপীঠ মন্দির খুলে দেওয়া হলো, যাতে এলাকার মানুষের রুজি-রোজগার স্বাভাবিক ছন্দ ফিরে আসে । পাশাপাশি  তিনি বলেন,  মন্দিরের প্রবেশের জন্য রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। গর্ভ গৃহে প্রবেশ করা যাবে না , মাস্ক  ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ। এছাড়াও বিশেষ সর্তকতা অবলম্বন করা হয়েছে গোটা মন্দির জুড়ে। মন্দিরে প্রবেশ দ্বারে লাগানো হয়েছে স্যানিটাইজার টানেল এবং থার্মাল স্ক্যানিং। তারপরে মন্দিরে প্রবেশ করা যাবে।

একসঙ্গে বহু মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবে না।  এছাড়াও মন্দিরের ভোগের খাওয়ানোর যে ব্যবস্থা ছিল তা আর মন্দির চত্বরে হবে না এবার থেকে তা করা হবে শ্মশানে। ফের তারাপীঠ মন্দির  খুলতে চলায় এলাকার মানুষ থেকে ব্যবসায়ী সকলেই খুশি। কারণ করোনাভাইরাস এর জেরে মন্দির ছিল প্রায় চার মাস বন্ধ। তাদের রুজি রোজগার ও বন্ধ হয়ে পড়েছিল। মন্দির আবার চালু হলে ভক্তরা আসবেন মায়ের দর্শন করবেন পুজো দেবেন তাতে তাদের রুজি-রোজগার আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।