সিবিআই তদন্তে কোন আপত্তি নেই রেহার

সিবিআই তদন্তে কোন আপত্তি নেই রেহার

আজ বাংলা# সুশান্তের মৃত্যুর পর সবথেকে বেশি বিপদের মুখে পড়তে হয়েছে রেহা চক্রবর্তী কে। বারবার মৃত্যু তদন্ত করতে গিয়ে উঠে এসেছে তার নাম। সিবিআইয়ের হাতে সুশান্তের মৃত্যুর তদন্ত তুলে দেবার পর খোলাসা হয়েছে আরো অনেক জট। ইডি দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে রেহা চক্রবর্তী কে। সুশান্তের ব্যাংক একাউন্ট দেখে বোঝা গেছে যে তার একাউন্টে যা টাকা ছিল তা রেহা চক্রবর্তী এবং তার পরিবারের ইতিমধ্যেই নিজের একাউন্টে ট্রানস্ফার করে নিয়ে নিয়েছেন।

সুশান্ত তদন্ত করতে এসে রেহা চক্রবর্তী কে পর পর বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে যদি জানতে পারেন যে,সুশান্তের দুই বা ততোধিক ব্যবসার সমান অংশীদার রেহা চক্রবর্তী এবং তার ভাই সৌভিক চক্রবর্তী। এছাড়াও রেহার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকে জিজ্ঞাসাবাদ করা হয়। শ্রুতি মোদি এনফর্সমেন্ট ডিরেক্টরাতে জানান যে, তিনি কোনো রকম বেআইনি কাজের বিষয়ে জানেন না।তবে সুশান্ত সিং রাজপুতের সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতেন রেহা চক্রবর্তী।

অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে কোন ছবিতে অভিনয় করবে সে বিষয়ে সমস্ত সিদ্ধান্ত রেহা নিতেন বলে জানান শ্রুতি।সুশান্তের বাবা কে কে সিং রেহা চক্রবর্তী এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা করার পর বিহারের পুলিশ তদন্ত করতে নামে, কিন্তু সেখানেও বাধা দেয় মুম্বাই পুলিশ।মুম্বাই পুলিশের কাছে সুশান্ত এর তদন্ত রাখা হোক এমনই আবেদন জানিয়েছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সব পক্ষের লিখিত আবেদন বৃহস্পতিবার এর মধ্যে শীর্ষ আদালতের কাছে জমা দিতে হবে বলে জানানো হয়েছিল।

সেই অনুযায়ী বৃহস্পতিবার শীর্ষ আদালতের কাছে সব পক্ষের আবেদন জমা পড়ে।বৃহস্পতিবার রিয়া চক্রবর্তী জানান যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দিতে তার কোনো আপত্তি নেই। তবে বিহার পুলিশের সুশান্তের মামলা তদন্ত করা পুরোপুরি বেআইনি বলে দাবি করেছেন রেহা চক্রবর্তীর আইনজীবী।