ঘনীভুত নিম্নচাপ, জারি ব্রাউন অ্যালার্ট

ঘনীভুত নিম্নচাপ, জারি ব্রাউন অ্যালার্ট

সময় বাংলা# স্বস্তির নিঃশ্বাস রাজ্যবাসীর, আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আর তার জেরেই দক্ষিণ ও উত্তর বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন। অর্থাৎ সপ্তাহের শেষে বৃষ্টির জেরে নাজেহাল হতে চলেছেন রাজ্যবাসী। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝারগ্রাম পশ্চিম বর্ধমানের বৃষ্টি শুরু হতে পারে শুক্র ও শনিবার জুড়ে । এবার স্বাধীনতা দিবসে বৃষ্টির হাত থেকে রেহাই নেই। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে ব্রাউন এলার্ট । নাসিক রায়গর পুনে এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া বহু জায়গায় বাঁধের জল বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এপর্যন্ত মহারাষ্ট্রের পাঁচটি জেলায় ৮ শতাংশেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।