বিশ্বের দ্রুততম মানব গননাযন্ত্র ভারতের নীলকান্ত

বিশ্বের দ্রুততম মানব গননাযন্ত্র ভারতের নীলকান্ত

সময় বাংলা# সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত “মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড” প্রতিযোগিতায় অংশগ্রহণ করে  বিজয়ী হয়ে “বিশ্বের দ্রুততম মানব-কম্পিউটার” শিরোপা ছিনিয়ে নিলেন ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা নীলকান্ত ভানু প্রকাশ। স্বভাবতই তাকে নিয়ে গর্বিত দেশ। সংবাদমাধ্যমে নীলকান্ত জানিয়েছেন, ভারতীয় পড়ুয়াদের অংকের প্রতি ভীতি দূর করতে এবার দেশে “ভিশন ম্যাথ” চালু করতে চান তিনি।

ভারত, ব্রিটেন, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, গ্রিস, লেবাননসহ বিশ্বের মোট ১৩টি দেশের ৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় সর্বাধিক ৫৭ বছর বয়সি প্রতিযোগী ছিলেন। তাদের মধ্যে নীলকান্তের বয়স মাত্র ২১ বছর। নীলকান্তের দক্ষতায় অভিভূত বিচারকেরা তাকে অতিরিক্ত বেশকিছু গণনা করতে দেন। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন লেবাননের বাসিন্দা, যার থেকে ৬৫ পয়েন্ট বেশি পেয়েছেন নীলকান্ত।

তৃতীয় স্থান অধিকারী থেকে ৬৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট স্টিফেন্স কলেজের গণিত অনার্সের ছাত্র নীলকান্ত। এর আগেও বহু গণনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রেকর্ড গড়েছেন তিনি। বর্তমানে তিনি চারটি বিশ্ব রেকর্ড এবং ৫০ টি লিমকা রেকর্ডের মালিক। বিখ্যাত গণিতবিদ স্কট ফ্ল্যানসবার্গ ও শকুন্তলা দেবীর রেকর্ডও ভেঙে দিয়েছেন নীলকান্ত।

“ভিশন ম্যাথ” সম্পর্কে তিনি জানিয়েছেন, সরকারি স্কুলের পাঠরত প্রতি চারজন পড়ুয়ার মধ্যে তিনজন অংকের প্রতি ভীতি অনুভব করেন। নীলকান্ত মনে করেন, অংকের প্রতি ভয় থেকেই দেশে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা বাড়ছে। এই সমস্যার মোকাবিলায় তিনি দেশজুড়ে ম্যাথ ল্যাব গড়ে তুলতে চান। দেশের প্রতিটি পড়ুয়াকে অংকের প্রতি অনুরাগী করে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন নীলকান্ত।