ভগ্নস্তুপে কুকুর এখনও খুঁজছে দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে ১০

ভগ্নস্তুপে কুকুর এখনও খুঁজছে দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে ১০

কলকাতা পুর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা৷ সোমবারই গার্ডেনরিচ এলাকায় গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি সেখানে বলেন, এমন বেআইনি নির্মাণের বিরুদ্ধে আরও কড়া হতে হবে প্রশাসনকে৷ আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও৷ সেই মতো আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা৷ এখনও পর্যন্ত দিনে গড়ে ১১টি বেআইনি নির্মাণ ভাঙত কলকাতা পুরসভা, সেই সংখ্যাটি বাড়িয়ে এ বার ১৬ করার কথা পুরসভার অন্দরে হয়েছে বলেও জানা গিয়েছে৷

অন্য দিকে গতকাল মধ্যরাত পর্যন্ত গার্ডেনরিচ কাণ্ডে একের পর এক মৃতের সংখ্যা বাড়তে থাকে৷ রাতের দিকে মৃতের সংখ্যা বেড়ে হয় ১০৷ মঙ্গলবার সকাল থেকে ফের শুরু করা হয় ধ্বংসস্তুপ সরানোর কাজ৷ সেখানে নিয়ে আসা হয় পুলিশ কুকুর৷ ধ্বংসস্তুপের মধ্যে কোথাও আর কোনও দেহ রয়েছে কি না, তা অনুসন্ধান চালাতে শুরু করে পুলিশ৷ এদিকে আর্থ মুভার দিয়ে ওই নির্মিয়মাণ বহুতলের ভগ্নস্তুপ সরানোর ব্যবস্থা করা হয়৷

ইতি মধ্যে ওই বেআইনি নির্মাণের প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ৷ পাশাপাশি, প্রশাসনের সর্বস্তরে বেআইনি নির্মাণ রুখতেও আলাদা করে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন৷ তবে যা খবর মিলেছে, এখনও পর্যন্ত এই ভগ্নস্তুপের মধ্যে মোট পাঁচ তলার তিনটি তলা সরাতে পেরেছেন উদ্ধারকারীরা৷ আও দু’টি তলা এখনও সরানো বাকি আছে৷ সেগুলো না সরানো পর্যন্ত বিস্তারিত কিছু বলতে চাইছেন না দমকলকর্মীরা৷ তবে প্রমোটরের বিরুদ্ধে এখন খুনের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ৷