সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, আটক লকেট চট্টোপাধ্যায়!

সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, আটক লকেট চট্টোপাধ্যায়!

সন্দেশখালিতে ১৪৪ ধারার মধ্যে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ঢুকতে চাওয়ায় বাধা দিল পুলিশ। তাই নিয়েই চরমে উঠল পুলিশের সঙ্গে বিজেপি প্রতিনিধি দলের বচসা। শেষমেশ দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যাওয়া সেই প্রতিনিধি দলকে সন্দেশখালি থেকে বেশ কিছুটা দূরে ভোজেরঘাট এলাকায় আটকে দেওয়া হল শুক্রবার।

সূত্রের খবর, দ্বীপ এলাকা থেকে অনেকটা দূরে ভোজেরঘাট এলাকাতেই তাঁদের আটকে দেওয়া হয়। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ। পরে লকেট চট্টোপাধ্যায়কে লালবাজার নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বারবার বলা সত্ত্বেও, ১৪৪ ধারা আছে জানানো সত্ত্বেও উনি যেতে চাইছিলেন। তাই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হল।

এর আগে বৃহস্পতিবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সন্দেশখালি যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ পরে অবশ্য অনুমতি দেয়। কিন্তু সন্দেশখালি থানার সামনে বিজেপি নেতার অবস্থান বিক্ষোভের জেরে পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। সুকান্তকে গ্রেফতারও করা হয়। কিন্তু পরে ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তি দেওয়া হয়। এরপরে আজ শুক্রবার ফের লকেটদের সন্দেশখালি যেতে বাধা দিল পুলিশ। লকেটের অভিযোগ, পরীক্ষার কারণ দেখিয়ে তাঁদের সন্দেশখালি যেতে দিচ্ছে না পুলিশ।