রেকর্ড গরম কলকাতায়! ৫০ বছরে দ্বিতীয়বার

রেকর্ড গরম কলকাতায়! ৫০ বছরে দ্বিতীয়বার

পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে কমার কোনও সম্ভাবনা নেই। জানাল আলিপুর আবহাওয়া বিভাগের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। আগামী এক সপ্তাহ এটাই চলতে থাকবে। বরং আগামী দু থেকে তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তাপপ্রবাহের সর্তকতা থাকছে আগামী এক সপ্তাহ। কোথাও কোথাও আবার তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। শুক্রবার এই জেলাগুলোর সঙ্গে আরও কয়েকটি জেলা যুক্ত হবে সেখানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। যেমন উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া।

কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি। বিগত ৫০ বছরে যদি দেখা হয় তাহলে বৃহস্পতিবার রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ কলকাতার তাপমাত্রা। ৪১ থেকে ৪২ ডিগ্রির কাছাকাছি থাকবে সারাদিন।

উত্তরবঙ্গের মূলত মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের তীব্র তাপপ্রভাবে সতর্কতা রয়েছে। আগামী ৫ দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। নির্বাচনী কেন্দ্র রায়গঞ্জ ও বালুরঘাটে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। দার্জিলিং কেন্দ্রের দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। যদিও জলপাইগুড়ি সংলগ্ন সমতলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই তাপপ্রবাহ চলবে এপ্রিল মাস জুড়ে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। গতকাল রায়গঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৭.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।

গত ৫০ বছরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় এপ্রিল মাসে। ১৯৭৪ সালে এপ্রিল মাসে ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস আর বৃহস্পতিবার ২৫ এপ্রিল, কলকাতার আলিপুরে রেকর্ড হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়বে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের গরম হওয়ার দাপট থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।