শোলাঙ্কির জন্মদিনে শুভেচ্ছা ঋদ্ধি-দ্যুতির ছবি দিয়ে কী লিখলেন 'বিশেষ বন্ধু' সোহম

শোলাঙ্কির জন্মদিনে শুভেচ্ছা ঋদ্ধি-দ্যুতির ছবি দিয়ে কী লিখলেন 'বিশেষ বন্ধু' সোহম
শোলাঙ্কির জন্মদিনে শুভেচ্ছা ঋদ্ধি-দ্যুতির! ছবি দিয়ে কী লিখলেন 'বিশেষ বন্ধু' সোহম

জীবনের নতুন বছরে পা রাখলেন শোলাঙ্কি রায়। 'গাঁটছড়া'র সেটেও তাই খুশির মরশুম। খড়ির জন্মদিন বলে কথা! ধারাবাহিকের টানটান উত্তেজনার মাঝেই মেক আপ রুমে কেক কেটে হয়ে গেল উদযাপন।

রং বেরঙের বেলুন আর 'হ্যাপি বার্থ ডে'র চেনা সুরে মজে রইলেন 'বার্থ ডে গার্ল'।

ইনস্টাগ্রামেও শুভেচ্ছা বার্তার বন্যা। দ্যুতি থুড়ি শ্রীমা ভট্টাচার্য ভালোবাসা জানিয়েছেন শোলাঙ্কিকে। পর্দার বোনের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন, দি। আমরা একসঙ্গে হেসেছি, চেঁচামেচি করেছি, কেঁদেছি। আমরা একে অপরের প্রিয় বন্ধু ছিলাম। আগামী ১০০ বছরও তা-ই থাকব।'

শোলাঙ্কিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি গৌরব চট্টোপাধ্যায়। পর্দার ঋদ্ধি-খড়ির মতোই বাস্তবেও তাঁদের খুনসুটি বহাল। সহকর্মীর বিশেষ দিনে তাঁর ঘুমন্ত অবস্থার ছবি পোস্ট করেছেন অভিনেতা। শ্যুটিংয়ের ফাঁকে ঘুমে বিভোর শোলাঙ্কি ছবি দিয়ে তিনি লিখেছেন, 'প্রার্থনা করি, দুপুরের খাওয়ার যেন তুমি মন ভরে ঘুমিয়ে নিতে পারো।'

শোলাঙ্কিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন গৌরব।

ঋদ্ধি-দ্যুতির পর পালা রাহুল থুড়ি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। শোলাঙ্কির সঙ্গে লেন্সবন্দি নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। বন্ধুর উদ্দেশে লিখেছেন, 'জন্মদিনের শুভেচ্ছা। আমাদের পর্দার শত্রুতা আর বাস্তবের বন্ধুত্ব অটুট থাকুক।'

এখানেই শেষ নয়। শোলাঙ্কির বিশেষ দিনে প্রকাশ্যে তাঁকে শুভেছা জানিয়েছেন 'বিশেষ বন্ধু' সোহম মজুমদার। ইনস্টাগ্রাম স্টোরিতে শোলাঙ্কির সঙ্গে একটি ছবি দিয়েছেন অভিনেতা। তাঁর উদ্দেশে লিখেছেন, 'জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর তোমার প্রতি সদয় হন।'

শোলাঙ্কিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোহম।

সোহমের সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনেছেন শোলাঙ্কি। প্রত্যুত্তরে লিখেছেন, 'বাবাহ, ধন্যবাদ।'

টলিপাড়ায় নতুন গুঞ্জন। শোলাঙ্কি রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা সোহম মজুমদার। সকলকে ফাঁকি দিয়ে নাকি প্রেম করছেন তাঁরা। একটি ওয়েব সিরিজেও একসঙ্গে কাজ করেছেন দুই অভিনেতা। এ বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে সোহম বলেছিলেন, 'ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করি না। আমি শুধু নিজের কাজ নিয়ে কথা বলতে ভালোবাসি। কিন্তু অনেকেরই কাজের থেকে ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ থাকে বেশি। কিন্তু এ বিষয়ে আমি কোনও কথা বলব না।'