​আরও তিনটি রাফাল এল দেশে, মোতায়েন হবে বাংলায়

​আরও তিনটি রাফাল এল দেশে, মোতায়েন হবে বাংলায়

নিজস্ব প্রতিনিধি: দেশের মাটিতে এসে পৌছাল আরও তিনটি রাফাল ফাইটার জেট। স্বাভাবিকভাবেই আরও শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনার। সূত্রের খবর, এগুলি রাফাল বিমানের দ্বিতীয় স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হবে। সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবাসে মোতায়েন করা হবে বলেই জানা যাচ্ছে।

ফ্রান্স থেকে প্রায় আট হাজার কিলোমিটার শূন্যে যাত্রা করে ভারতে এসে পৌঁছয় রাফাল। এগুলি আকাশপথে জ্বালানি ভরেছে। সংযুক্ত আরব আমিরশাহির বায়ুসেনা মাঝ আকাশে রাফলের জ্বালানি সরবরাহ করেছে।

যে কারনে ভারতীয় বায়ুসেনার তরফে আরব আমিরশাহীকে ধন্যবাদ জানানো হয়েছে। নতুন এই রাফালগুলি বাংলার হাসিমারা এয়ারবাসে মোতায়েন করা হবে। এর ফলে চিনের দিকে আরও কড়া নজরে রাখতে পারবে ভারত। সম্ভবত জুলাইয়ের মধ্যেই হাসিমারা নিয়ে আসা হবে রাফালগুলি।

২০১৬ সালে ৫৮ হাজার কোটি টাকার ৩৬টি রাফাল কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে দেশ। গত বছরের ২৯ জুলাই প্রথম ব্যাচে পাঁচটি রাফাল দেশে এসেছিল। এ পর্যন্ত মোট ২৪টি রাফাল এসে পৌঁছল। আরও ১২টি রাফাল আসার কথা রয়েছে। তবে এই চুক্তি নিয়ে বিতর্কও কম হয়নি। রাফালের প্রথম স্কোয়াড্রনটি আম্বালা এয়ার ফোর্স স্টেশনে মোতায়েন রয়েছে। একটি স্কোয়াড্রোনে ১৮টি বিমান রয়েছে। এই স্কোয়াড্রনটি পূর্ব লাদাখে চিনা সীমান্তে টহল দিচ্ছে।