কতগুলি দেশে মুক্তি পাবে 'বিক্রম বেদা'? সংখ্যায় রয়েছে বড় চমক

কতগুলি দেশে মুক্তি পাবে 'বিক্রম বেদা'? সংখ্যায় রয়েছে বড় চমক

 আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'বিক্রম বেদা' (Vikram Vedha)। হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সেফ আলি খানের (Saif Ali Khan) অ্যাকশন নির্ভর এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। মূলত দক্ষিণী ছবির রিমেক এই ছবি। ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল ছবিটির নামও ছিল 'বিক্রম বেদা'।

সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন এবং বিজয় সেতুপতি। সেই ছবিই এবার রিমেক হতে চলেছে বলিউডে। পর্দায় গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিক রোশনকে। এবং সেফ আলি খানকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। স্বাভাবিকভাবেই বি টাউনের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। ছবি মুক্তির আগেও বড় চমক দিচ্ছেন 'বিক্রম বেদা' নির্মাতারা। তাঁরা জানাচ্ছেন, ঠিক কত দেশে মুক্তি পেতে চলেছে এই ছবি।

কত দেশে মুক্তি পেতে চলেছে 'বিক্রম বেদা'?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, হৃত্বিক রোশন ও সেফ আলি খানের অ্যাকশন নির্ভর 'বিক্রম বেদা' মুক্তি পেতে চলেছে ১০০টি দেশে। জানা গিয়েছে, ইউরোপের ২২টি দেশে, আফ্রিকার ২৭টি দেশে দেখা যাবে এই ছবি। এছাড়াও আরও বহু দেশে মুক্তি পেতে চলেছে 'বিক্রম বেদা'।