'আমার মেয়ে যদি হিরোইন হত তাকেও ছাড়তাম না!' প্রযোজকের লালসার কাহিনি ফাঁস রতনের

'আমার মেয়ে যদি হিরোইন হত তাকেও ছাড়তাম না!' প্রযোজকের লালসার কাহিনি ফাঁস রতনের

ছোট পর্দায় দীঘ দিন ধরে কাজ করছেন রতন রাজপুত। অভিনয় করেছেন একাধিক ধারাবাহিকে। কিন্তু সাফল্যের এই পথ মসৃন ছিল না মোটেই। সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলে এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।

সে বহু বছর আগের কথা। রতন তখন ইন্ডাস্ট্রিতে নেহাতই নতুন। কাজ পাওয়ার জন্য কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাঁকে। তিনি বলেন, '১৪ বছর আগের কথা। সদ্য মুম্বইয়ে এসেছি। এক ব্যক্তি আমার চেহারা নিয়ে অনেক খারাপ কথা বলেছিলেন। আমাকে অপমান করেছিলেন। তাঁর বয়স তখন ৬০-৬৫।'

এখানেই শেষ নয়। রতনের সংযোজন, 'তোমায় নিজেকে বদলে ফেলতে হবে। মেক ওভার লাগবে। তার জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হবে। কিন্তু তোমার জন্য টাকা খরচ করব কেন? তুমি তা চাইলে আমাকে তোমার গডফাদার হিসেবে মেনে নাও। আমার বন্ধু হয়ে যাও।'

এ হেন প্রস্তাব শুনে চমকে উঠেছিলেন রতন। তিনি বলেন, 'আমি ওঁকে বলেছিলাম, তিনি আমার বাবার বয়সী। তাঁকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তাঁর সঙ্গে বন্ধুত্ব করব কী করে?'

রতনের প্রশ্ন শুনে চটে যান সেই ব্যক্তি। জানান, তাঁর সঙ্গে 'বন্ধুত্ব' না করলে রতনের কোনও সাহায্যই করবেন না তিনি। এর পর আর নিজেকে সামলাতে পারেননি রতন। তিনি বলেন, ''সেই প্রযোজক বলেছিলেন, 'আমার মেয়ে অভিনেত্রী হলে তাকেও ছাড়তাম না।তাঁর কথা শুনে আমি চমকে গিয়েছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব, সেখান থেকে বেরিয়ে যাই। উনি আমার সঙ্গে কিছুই করতে পারেননি। কিন্তু ওঁর কথা আমার উপর খুব খারাপ প্রভাব ফেলেছিল।'

'আগলে জনম মোহে বিটিয়া হি কিজো' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন রতন। এ ছাড়াও 'রাধা কি বেটিয়া কুছ কর দিখায়েঙ্গি', 'সন্তোষী মা'র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।