ভারতে জাল নোটের সবথেকে বড় পাচারকারী আইএসআই এজেন্টকে গুলি করে খুন

ভারতে জাল নোটের সবথেকে বড় পাচারকারী আইএসআই এজেন্টকে গুলি করে খুন

 নেপালের কাঠমান্ডুতে গুলি করে হত্যা করা হল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক এজেন্টকে।

গোয়েন্দা সূত্রে খবর, ভারতে আইএসআই-এর জাল নোট সব থেকে বেশি পাচার করত এই ব্যক্তিই। গত ১৯ নভেম্বর কাঠমান্ডুতে তার গোপন আস্তানার বাইরেই খুন হয় এজেন্টটি।

সিসি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে।
নিহত এজেন্টকে লাল মহম্মদ ওরফে মহম্মদ দর্জি বলে শনাক্ত করা হয়েছে। বয়স ৫৫। আইএসআই-এর হয়ে পাকিস্তান, বাংলাদেশ থেকে জাল ভারতীয় নোট নেপালে পাচার করত লাল মহম্মদ। নেপাল থেকে জাল নোট ঢুকত ভারতে। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও যোগাযোগ ছিল তার, একাধিক আইএসআই এজেন্টকে আশ্রয়ও দিয়েছে লাল মহম্মদ।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লাক্সারি গাড়ি থেকে নিজের ডেরার সামনে নামছে এজেন্টটি। দুই আততায়ী তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গাড়ির পেছনে লুকোনোর চেষ্টা করেও লাভ হয়নি। টানা গুলি চালাতে থাকে আততায়ীরা। ফুটেজে এও দেখা গেছে, লাল মহম্মদকে বাঁচাতে তার মেয়ে একতলা থেকে ঝাঁপ দেয়। কিন্তু বাবার কাছে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে তার। আততায়ীরা পালাতে সক্ষম হয়েছে।